হঠাৎ কাঁচা মরিচের চমকে উঠা দাম অস্বস্থিতে সাধারণ ক্রেতারা
বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় বসে সাপ্তাহিক হাট। আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা এই হাটেই কেনাবেচা করে থাকে।
সকাল থেকে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিতে হাতে ব্যাগ নিয়ে বাজারে এসেছেন ক্রেতা মোঃ মইনুল ইসলাম। তিনি কিছু সবজি কিনে দোকানির কাছে কাঁচা মরিচের দাম জানতে চান দাম শুনে তিনি তো হতবাক। এ সময় ওই ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে আঁধা কেটি কাঁচা মরিচ কিনেছি ২৫ থেকে ৩০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচের দাম এক পোয়ার (আড়াইশত গ্রাম) দাম হয়েছে ৭০ টাকা। যা এক কেজি কাঁচা মরিচের দাম ২৮০ টাকা।
সাটুরিয়া হাটে খুচরা বাজারে কেনাকাটা করতে আসেন মোঃ আঃ রশিদ। এ সময় তার সাথে কথা হলে তিনি বলেন, বাজারে সবজি ও কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছেন। কিন্তু হঠাৎ করেই কাঁচা মরিচের দাম শুনেই তিনি চমকিয়ে ওঠেন।
সাটুরিয়া হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবারহ কম। এতে উপজেলার কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। ক্রেতারা বলেছেন, এক সপ্তাহ আগে মতভেদে কাঁচা মরিচ কিনেছি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে তিনগুণ। ২০০ টাকা থেকে ২৮০ টাকায় এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলেছেন, কয়েকদিনে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের চাহিদার চেয়ে সরবারহ কম হয়েছে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচসহ সবধরণের সবজির দাম বেশি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণেই বাজারে সব ধরণের কাঁচা পণ্যের দাম হুহু করে বেড়ে যাচ্ছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
কথা হয় পল্লী হাটের কাঁচা বাজার আঁড়তের কয়েকজন ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ীরা বলেন বৃষ্টিতে কৃষকেরা গাছ থেকে কাঁচা মরিচ তুলতে পারছে না। এতে মরিচসহ সবজির বাজারে সরবারহ কমে গেছে। ফলে কাঁচা মরিচের দাম তিনগুণের চেয়ে বেশি দাম হয়েছে। হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্থিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সাটুরিয়া হাটে আসা পাইকারী ও খুচরা বিক্রেতা মোঃ সহু মিয়া বলেন, গত সপ্তাহে এ হাটে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়েছে কাঁচা মরিচ। সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচ বিক্রি করছি ২০০ থেকে ২৮০ টাকায়। গতকাল ভোরে পল্লী হাট আঁড়ত থেকে কাঁচা মরিচ পাইকারি কিনেছি ২০০ টাকার উপরে। এছাড়া বৃষ্টির দিনে কাঁচা মরিচ পানি পেলে পচে নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে প্রকার ভেদে ২০০ থেকে ২৮০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে।
উপজেলার খুচরা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বেড়েছ কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা। খুচরা বাজারে বেগুন এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকা হয়েছে। ঢেড়স ১০ টাকা, পটোল ২০ টাকা,লাউ ৩০ টাকা, করলা ২০টাকা দাম বেড়েছে।
পাইকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ ও সবজির দাম ওঠানামা করে। আগের দিন এক দাম পরের দিন আরেক দামে বিক্রি হয়ে থাকে। মূলত সরবারহ বাড়লে দাম কমে যায়। আর সরবারহ কমে গেলে দাম বেশি হয়।
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, পণ্যের দাম অস্বাভাবিক এবং অতিরিক্ত মুনাফার আশায় বেশি দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি বন্ধে প্রায় অভিযান পরিচালনা করা হয়। খুচরা ও পাইকারী বাজার থেকে কাঁচামাল বেশি দরে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied