ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

হঠাৎ কাঁচা মরিচের চমকে উঠা দাম অস্বস্থিতে সাধারণ ক্রেতারা


বৃহস্পতিবার মানিকগঞ্জের সাটুরিয়ায় বসে সাপ্তাহিক হাট। আশেপাশের বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা এই হাটেই কেনাবেচা করে থাকে। 
 
সকাল থেকে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিতে হাতে ব্যাগ নিয়ে বাজারে এসেছেন ক্রেতা মোঃ মইনুল ইসলাম। তিনি কিছু সবজি কিনে দোকানির কাছে কাঁচা মরিচের দাম জানতে চান  দাম শুনে তিনি তো হতবাক। এ সময় ওই ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে আঁধা কেটি কাঁচা মরিচ কিনেছি ২৫ থেকে ৩০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচের দাম এক পোয়ার (আড়াইশত গ্রাম) দাম হয়েছে ৭০ টাকা। যা এক কেজি কাঁচা মরিচের দাম ২৮০ টাকা।
 
সাটুরিয়া হাটে খুচরা বাজারে কেনাকাটা করতে আসেন মোঃ আঃ রশিদ।  এ সময় তার সাথে কথা হলে তিনি বলেন, বাজারে সবজি ও কাঁচা মরিচ কিনতে বাজারে এসেছেন। কিন্তু হঠাৎ করেই কাঁচা মরিচের দাম শুনেই তিনি চমকিয়ে ওঠেন।
 
সাটুরিয়া হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের সরবারহ কম। এতে উপজেলার কাঁচা মরিচসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। ক্রেতারা বলেছেন, এক সপ্তাহ আগে মতভেদে কাঁচা মরিচ কিনেছি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে তিনগুণ। ২০০ টাকা থেকে ২৮০ টাকায় এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
 
ব্যবসায়ীরা বলেছেন, কয়েকদিনে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের চাহিদার চেয়ে সরবারহ কম হয়েছে। এতে খুচরা বাজারে কাঁচা মরিচসহ সবধরণের সবজির দাম বেশি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টির কারণেই বাজারে সব ধরণের কাঁচা  পণ্যের দাম হুহু করে বেড়ে যাচ্ছে বলে দাবী করেন ব্যবসায়ীরা।
 
কথা হয় পল্লী হাটের কাঁচা বাজার আঁড়তের কয়েকজন ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ীরা বলেন বৃষ্টিতে কৃষকেরা গাছ থেকে কাঁচা মরিচ তুলতে পারছে না। এতে মরিচসহ সবজির বাজারে সরবারহ কমে গেছে। ফলে কাঁচা মরিচের দাম তিনগুণের চেয়ে বেশি দাম হয়েছে। হঠাৎ কাঁচা মরিচের দাম  বৃদ্ধি পাওয়ায় অস্বস্থিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
 
সাটুরিয়া হাটে আসা পাইকারী ও খুচরা বিক্রেতা মোঃ সহু মিয়া বলেন, গত সপ্তাহে এ হাটে ৮০ টাকা থেকে ১০০ টাকা কেজি বিক্রি হয়েছে কাঁচা মরিচ। সপ্তাহের ব্যবধানে সেই কাঁচা মরিচ বিক্রি করছি ২০০ থেকে ২৮০ টাকায়। গতকাল ভোরে পল্লী হাট আঁড়ত থেকে কাঁচা মরিচ পাইকারি কিনেছি ২০০ টাকার উপরে। এছাড়া বৃষ্টির দিনে কাঁচা মরিচ পানি পেলে পচে নষ্ট হয়ে যায়। সব মিলিয়ে প্রকার ভেদে ২০০ থেকে ২৮০ টাকায় কাঁচা মরিচ বিক্রি করা হচ্ছে।
 
উপজেলার খুচরা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম বেড়েছ কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা। খুচরা বাজারে বেগুন এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ৯০ থেকে ১০০ টাকা হয়েছে। ঢেড়স ১০ টাকা, পটোল ২০ টাকা,লাউ ৩০ টাকা, করলা ২০টাকা দাম বেড়েছে। 
 
পাইকারী ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাঁচা মরিচ ও সবজির দাম ওঠানামা করে। আগের দিন এক দাম পরের দিন আরেক দামে বিক্রি হয়ে থাকে। মূলত সরবারহ বাড়লে দাম কমে যায়। আর সরবারহ কমে গেলে দাম বেশি হয়।
 
এ বিষয়ে সাটুরিয়ার ইউএনও মোঃ ইকবাল হোসেন বলেন, পণ্যের দাম অস্বাভাবিক এবং অতিরিক্ত মুনাফার আশায় বেশি দামে ব্যবসায়ীরা পণ্য বিক্রি বন্ধে প্রায় অভিযান পরিচালনা করা হয়। খুচরা ও পাইকারী বাজার থেকে কাঁচামাল বেশি দরে বিক্রি করলে সংশ্লিষ্ট ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়