মানিকগঞ্জে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদ রফিক চত্বরে এনসিপির সমাবেশ

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন বাংলাদেশে কোন একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহীদ রফিক চত্বরে সমাবেশে একথা বলেন।
অন্য বক্তারা বলেন, ৩ আগষ্ট জুলাই ঘোষনা পত্র প্রকাশ করা হবে।
এনসিপির মানিকগঞ্জ জেলা সভাপতি এ্যাড. জাহিদুর রহমান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরো বলেন, আমরা অনেক আগেই জানিয়েছিলাম, গোপালগঞ্জে প্রোগ্রাম হবে কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা না করার করনেই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে। আমরা জীবনের কোন মায়া করি না,আমাদের শহীদ ভাইদের দেখি তখন ভাবি আমরা বেঁচে আছি তাদের অধিকার আদায়ের জন্যে। আমরা জীবনের পরোয়া করি না। আমরা ভোট চাইতে আসিনাই আমরা এক নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছি।
তিনি আরো বলেন, ইনসাফ ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে,চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশে কোন একক ব্যক্তির হাতে ক্ষমতা থাকবে না। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করতে হবে।
আমরা কেন গোপালগঞ্জে গেলাম তা নিয়ে একটি পক্ষ প্রশ্ন করছে। আঃলীগ যদি মাথা উঁচু করার চেষ্টা করে বিপ্লবী ছাত্র-জনতা আবার তাদের রুখে দিবে।
তিনি বলেন, বিগত সময় সাধারণ মানুষ, ছাত্র-আলেমদের উপর নির্যাতন করা হয়েছে। শুধু ইসলাম পালনের কারনে জুলুম করা হয়েছে। হিন্দু ভাইদের বলবো,আপনারা কোন বিশেষ দলের সম্পদ নয়, আপনারা বাংলাদেশের জনগন। সমান অধিকার ভোগ করেন। আঃলীগই হিন্দুদের জমি দখল করেছে।
এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা যখনই সংস্কার করতে চাই তখন একটি পক্ষ সংখ্যার উপর নির্ভর করে ক্ষমতা চায়। গত বছর এই দিনে আমাদের শাহবাগ থানায় আমাদের ময়লা-আর্বজনাভরা একটি রুমে আটকে রাখা হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু এদেশের বিচার ব্যবস্থা,শাসন ব্যবস্থা এখনও জনগনের উপযোগী হয়ে উঠেনি। এতোগুলা প্রাণ নেয়ার পরও আওয়ামী লীগের কোন অনুশোচনা নাই। রিফাইন্ড আওয়ামী লীগের কথা যারা বলেন তারা দেখুন গোপালগঞ্জে সন্ত্রাসীরা এখনও সক্রিয়। গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলার পর আমরা সিন্ধান্ত নিয়েছি, এদেশে আর আওয়ামী লীগের কোন অস্তিত্ত্ব থাকবে না। মুজিববাদের কবর রচনা হয়েছে।
এসসিপির সিনিয়র যুগ আহবায়ক সামান্তা শারমিন বলেন, জুলাই সনদ দিতে হবে। কোন কোন রাজনৈতিক দল এই ঘোষণা পত্র মানতে বাধ্য তা উল্লেখ থাকবে। জুলাই ফাউন্ডেশন হতে শহীদ ও আহতদের সহযোগিতা করা হচ্ছে না। বাংলাদেশে আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলা হবে।
সন্ধ্যা ৭ টায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা থাকলেও রাত নয়টার তারা সমাবেশস্থলে এসে পৌছায়। এসময় শতশত ছাত্র জনতা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। তুমি কে আমি কে- রাজাকার, রাজাকার। দিল্লী না ঢাকা, ঢাকা-ঢাকা ইত্যাদি শ্লোগানে সমাবেশ স্থল মুখরিত হয়ে উঠে।
সমাবেশে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মানিকগঞ্জে পাটুরিয়া ঘাটে পৌছার সাথে সাথেই ব্যাপক নিরাপত্তা দিয়ে তাদের সমাবেশস্থলে নিয়ে আসা হয়।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied