ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

শৈলকুপা ঘাসমারা বিষ ছিটিয়ে ৩ বিঘা জমির পেঁপে গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২১-৭-২০২৫ দুপুর ৪:১০

কৃষক হাফিজের স্বপ্ন পুড়ে গেল দুবৃত্তের দেওয়া বিষে। বছরে অর্ধ লক্ষেরও বেশি টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন। চলতি বছর ৩ বিঘা জমিতে পেঁপে গাছের বাগান তৈরি করে ভালো আয়ের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু অসংখ্য ফুলফলে ভরপুর পেঁপে বাগানটি এখন ধূসর স্বপ্নে পরিণত হয়েছে। জমিতে রাতের আঁধারে দুর্বৃত্তরা পচনশীল কীটনাশক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এতে ১৫’শ পেঁপে গাছের অর্ধেকই মারা গাছে, বাকিগুলোও মরে যাওয়ার উপক্রম। ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ভুক্তভোগী ওই কৃষক।

ভুক্তভোগী ওই কৃষক শৈলকুপা পৌরসভার ঝাউদিয়া গ্রামের মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি বলেন, প্রতিবছর ৬০ হাজার টাকায় বাৎসরিক জমি লিজ নিয়ে চাষাবাদ করে সংসার চালান তিনি। প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে বাগানটি গড়ে তুলেছেন। বর্তমানে বেশিরভাগ গাছেই ধরন্ত পেঁপে রয়েছে। সোমবার সকালে জমিতে এসে দেখতে পান পেঁপে গাছ মারা যাচ্ছে। তিনি জানান, পরিপাটি যত্নে লালিত বাগান থেকে তিনি এবছর ২০ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেছিলেন, এখন সে স্বপ্ন অধরা হয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারের আশা ভরসা, ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে নামতে বাকি বলে কৃষক হাফিজ আর্তনাদ করেছেন।

ঝাউদিয়া গ্রামের চাষী তারিক হোসেন জানান, হাফিজ উদ্দিন অনেক টাকা এনজিও ঋণগ্রস্থ এবং লিজ নেয়া জমিতে অন্তত ৫ লাখ টাকা খরচ করেছেন। তার এমন ক্ষতিতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল।

এব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন গ্লাইফোসেট নামক তরল বিষে এ ধরনের ক্ষতি হয়। অন্তত তিন চার দিন আগে ঝাউদিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক হাফিজ বিশ্বাসের বাগানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করতে পারে। কৃষি কর্মকর্তা আরো জানান, এ বছর ৩ বিঘা জমিতে ১৫’শ গাছে অন্তত ১৫ থেকে ২০ লাখ টাকা আয়ের সম্ভাবনা ছিল। ক্ষতিগ্রস্থ হাফিজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আর্থিক সাহায্যের আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, একজন সাধারণ কৃষকের সঙ্গে এমন শত্রুতা করা খুবই অন্যায়। ভুক্তভোগী ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করলে তদন্তসাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনা জানাজানির পর থেকে ওই এলাকার কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। কৃষকেরা জানিয়েছেন, রাতের আঁধারে এ ধরনের অপকর্ম চাষীদের জন্য অশনি সংকেত, এখন মাঠজোড়া বিভিন্ন ফসল রয়েছে, হাফিজের বাগানে দুর্বৃত্তে হানা’র খবরটি অনেক বেদনাদায়ক এবং এলাকার কৃষকদের জন্য আতঙ্কজনক।

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী