ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ইবি শিক্ষকের মৃত্যুর দিনে বিদায় অনুষ্ঠান করায় ক্যাম্পাসে সমালোচনা


শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া photo শাহনেওয়াজ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ২৯-১-২০২৪ দুপুর ৩:৫১

কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ঢাকা উত্তরায় নিজ বাস ভবনে ১৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। তাঁর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ঐ দিনেই বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ড. নেছার উদ্দিনসহ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষককে বিভাগের পক্ষ থেকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়।ড. নেছার উদ্দিন অসুস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার বিভাগের সহকর্মী ও আত্মীয় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে নিয়ে স্মৃতিচারণমূলক বিভিন্ন বক্তব্য রাখেন। ওই দিনই রাত সাড়ে ৯টার দিকে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরোপারে পাড়ি জমিয়েছেন অধ্যাপক ড. নেছার উদ্দিন।মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন।

দেশ বিদেশে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, সহপাঠী ও ভক্তবৃন্দ রয়েছে।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভাগীয় সভাপতি। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ ১৯৯১ সালের ৪ ডিসেম্বর বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নিত হন। তিনি মোট ২৭ বছর চার মাস ২৮ দিন শিক্ষকতা শেষে ২০১৯ সালের ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেন।তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্বপালন করেন। এছাড়াও তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

শেষ মূহুর্তে বিদায় অনুষ্ঠান কেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে একই বিভাগের একজন প্রফেসর বলেন,অবসর গ্রহণের পরে আর কেহ কারো সংবাদ রাখে না।বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আগেই খোজখবর নেওয়া উচিৎ ছিল। স্যারের অসুস্থার সময়ে তার পাশে না থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা উচিৎ নয়।

Masum / Masum

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত