ইবি শিক্ষকের মৃত্যুর দিনে বিদায় অনুষ্ঠান করায় ক্যাম্পাসে সমালোচনা
কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঢাকা উত্তরায় নিজ বাস ভবনে ১৯ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মোত্তালিব। তাঁর মৃত্যুতে ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ঐ দিনেই বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ড. নেছার উদ্দিনসহ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তিন শিক্ষককে বিভাগের পক্ষ থেকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়।ড. নেছার উদ্দিন অসুস্থতার জন্য অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তার বিভাগের সহকর্মী ও আত্মীয় অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল্লাহ সম্মাননা স্মারক গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাকে নিয়ে স্মৃতিচারণমূলক বিভিন্ন বক্তব্য রাখেন। ওই দিনই রাত সাড়ে ৯টার দিকে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে পরোপারে পাড়ি জমিয়েছেন অধ্যাপক ড. নেছার উদ্দিন।মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণোগ্রাহী রেখে গেছেন।
দেশ বিদেশে তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী, সহপাঠী ও ভক্তবৃন্দ রয়েছে।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভাগীয় সভাপতি। পৃথক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ ১৯৯১ সালের ৪ ডিসেম্বর বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ১৯৯৪ সালে সহকারী অধ্যাপক, ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৫ সালে অধ্যাপক পদে উন্নিত হন। তিনি মোট ২৭ বছর চার মাস ২৮ দিন শিক্ষকতা শেষে ২০১৯ সালের ৩০ এপ্রিল অবসর গ্রহণ করেন।তিনি ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্বপালন করেন। এছাড়াও তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
শেষ মূহুর্তে বিদায় অনুষ্ঠান কেন? এমন প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে একই বিভাগের একজন প্রফেসর বলেন,অবসর গ্রহণের পরে আর কেহ কারো সংবাদ রাখে না।বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আগেই খোজখবর নেওয়া উচিৎ ছিল। স্যারের অসুস্থার সময়ে তার পাশে না থেকে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা উচিৎ নয়।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা