ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের পদত্যাগ


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৭-২০২৫ রাত ১০:২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নিজের ফেসবুক আইডি স্ট্যাটাস এ পদত্যাগ করেন। পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি তার স্ট্যাটাসে লিখেন, সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব পালন শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয়—বরং তা নতুন পথচলার সূচনা মাত্র।

এই দীর্ঘ সময়ে আমরা একসাথে পেরিয়ে এসেছি অনেক প্রতিকূলতা, অতিক্রম করেছি বিভ্রান্তির দেয়াল, গড়ে তুলেছি বিশ্বাসের ভিত। শরীয়তপুর হোক বা—যেখানেই সংগ্রাম করেছি, সেটি শুধুমাত্র আমাদের নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে থাকবে।

আমি কখনো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করিনি, সেই রক্তের উপর দাঁড়িয়ে একটিবারের জন্যও নিজের ব্যক্তিস্বার্থের চিন্তা করিনি। কিন্তু আমার নেতৃত্বে কেউ যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকে—তাহলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আমার পথচলায় যারা ছায়া হয়ে পাশে থেকেছেন—সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, সমালোচক ও পথপ্রদর্শক—আপনাদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা।

আমি বিশ্বাস করি—নেতৃত্ব বদলাবে, কিন্তু আদর্শ বদলাবে না। দায়িত্ব হস্তান্তর করছি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে। আমি আশাবাদী, আগামী দিনের নেতৃত্ব আরও স্বচ্ছ, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।

আমার সংগ্রাম এখানেই শেষ নয়—শুধু ভিন্ন মাত্রায় প্রবাহিত হবে। আমি একজন সাধারণ কর্মী হিসেবেই থাকবো শরীয়তপুরের সাধারণ মানুষের পাশে—সর্বোচ্চ দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে।

জুলাই আমাদের হৃদয়ে এক চিরন্তন দীপ্তি হয়ে আছে—যা কেবল একটি আন্দোলনের মাস নয়, বরং এক আদর্শিক জাগরণ। সেই জাগরণ থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো—ইনশাআল্লাহ।

আমি চাই সাধারণের পাশে সাধারণ হয়েই থাকতে। আমি চাই আদর্শের সঙ্গে আপোষ না করে পথ চলতে।

আমার জন্য দোয়া করবেন। জুলাই আমার প্রেরণা, আদর্শ আমার ঠিকানা, নীতির সঙ্গে আপোষ নয়।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত