শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়কের পদত্যাগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির পদত্যাগ করেছেন। রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে নিজের ফেসবুক আইডি স্ট্যাটাস এ পদত্যাগ করেন। পরে সাংবাদিকদের কাছেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, সময়ের গতিপথে দায়িত্ব আসে, দায়িত্ব শেষও হয়। আজ, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহ্বায়ক হিসেবে আমার দায়িত্বের সমাপ্তি ঘোষণা করছি। দায়িত্ব পালন শেষ হলেও আদর্শিক সংগ্রাম শেষ নয়—বরং তা নতুন পথচলার সূচনা মাত্র।
এই দীর্ঘ সময়ে আমরা একসাথে পেরিয়ে এসেছি অনেক প্রতিকূলতা, অতিক্রম করেছি বিভ্রান্তির দেয়াল, গড়ে তুলেছি বিশ্বাসের ভিত। শরীয়তপুর হোক বা—যেখানেই সংগ্রাম করেছি, সেটি শুধুমাত্র আমাদের নয়, এটি ইতিহাসেরও অংশ হয়ে থাকবে।
আমি কখনো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করিনি, সেই রক্তের উপর দাঁড়িয়ে একটিবারের জন্যও নিজের ব্যক্তিস্বার্থের চিন্তা করিনি। কিন্তু আমার নেতৃত্বে কেউ যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে থাকে—তাহলে সেই দায় এড়াতে পারি না। সবার কাছে ক্ষমাপ্রার্থী।
আমার পথচলায় যারা ছায়া হয়ে পাশে থেকেছেন—সহযোদ্ধা, শুভানুধ্যায়ী, সমালোচক ও পথপ্রদর্শক—আপনাদের প্রতি আমার চিরন্তন কৃতজ্ঞতা।
আমি বিশ্বাস করি—নেতৃত্ব বদলাবে, কিন্তু আদর্শ বদলাবে না। দায়িত্ব হস্তান্তর করছি পরবর্তী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে। আমি আশাবাদী, আগামী দিনের নেতৃত্ব আরও স্বচ্ছ, দৃঢ় ও দূরদৃষ্টিসম্পন্ন হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।
আমার সংগ্রাম এখানেই শেষ নয়—শুধু ভিন্ন মাত্রায় প্রবাহিত হবে। আমি একজন সাধারণ কর্মী হিসেবেই থাকবো শরীয়তপুরের সাধারণ মানুষের পাশে—সর্বোচ্চ দায়বদ্ধতা ও নিষ্ঠার সঙ্গে।
জুলাই আমাদের হৃদয়ে এক চিরন্তন দীপ্তি হয়ে আছে—যা কেবল একটি আন্দোলনের মাস নয়, বরং এক আদর্শিক জাগরণ। সেই জাগরণ থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বাংলাদেশ নির্মাণে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো—ইনশাআল্লাহ।
আমি চাই সাধারণের পাশে সাধারণ হয়েই থাকতে। আমি চাই আদর্শের সঙ্গে আপোষ না করে পথ চলতে।
আমার জন্য দোয়া করবেন। জুলাই আমার প্রেরণা, আদর্শ আমার ঠিকানা, নীতির সঙ্গে আপোষ নয়।
Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
