শিবচরে "হাজী কাচ্চি ঘর" বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের গুজবের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর এলাকার জনপ্রিয় খাবার দোকান"হাজী কাচ্চি ঘর"-এর বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের অভিযোগ তুলে কতিপয় কিছু ফেসবুক ভুয়া সাংবাদিক গুজব ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।গত ২৮ জুলাই (সোমবার)ফেসবুকে কোনো প্রমাণ ছাড়াই এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়,যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।মিথ্যে উদ্দেশ্যপ্র্ণদিত প্রচারনার ফলে ওই খাবার দোকানের বিক্রির পরিমাণ কমতে থাকে।ফেসবুকের গুজব থেকে বাঁচতে হাজী কাচ্চি ঘর কর্তৃপক্ষ এলাকাবাসীর সামনে প্রকৃত তথ্য তুলে ধরার জন্য উপজেলা সাংবাদিকদের নিয়ে একটি সংবাদ সম্মেলনে আয়োজন করে।শনিবার (২ আগস্ট) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে হাজী কাচ্চি ঘর কর্তৃপক্ষ।
মিথ্যা বানোয়াট গুজবের প্রতিবাদে হাজী কাচ্চি ঘর দোকানের মালিক মোঃ সুজাল হোসেন বলেন'বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহার করা হয় এমন গুজব ছড়ান স্থানীয় এক ফেসবুকের পেজধারী সাংবাদিক।এতে আমার প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম ক্ষুন্ন হয়।কোন কিছু না জেনে শুনেই প্রমাণ ছাড়াই তিনি এই অভিযোগ করেন।আমার ব্যবসা সুনাম নষ্ট করতেই এই চক্রটি কাজ করেছে। কিছু না জেনে কারো বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার যারা করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।এরা কিছু না জেনেই যাচাই-বাছাই ছাড়াই একটি ভিডিও করেই ফেসবুকে পোস্ট করে আমাদের ব্যবসায়ের ব্যাপক ক্ষতি করেছেন।
সংবাদ সম্মেলনে দোকানের ম্যানেজার রমজান বলেন,“হাজী কাচ্চি ঘরে কুকুরের মাংস দিয়ে কাচ্চি রান্না করা হয়—এমন গুজব সম্পূর্ণ মিথ্যা। আমরা গত ৬ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিছু দুস্কৃতিকারী আমাদের সম্মান ও ব্যবসা নষ্ট করতে এই গুজব ছড়িয়েছে।”
এ সময় দোকানের কসাই বলেন,“আমরা নিয়মিত মাদবরচর থেকে অনুমোদিত গরুর মাংস কিনে আনি।যারা এমন অপপ্রচার চালিয়েছে,তাদের মূল উদ্দেশ্য আমাদের ক্ষতি করা।”
স্থানীয় ব্যবসায়ী ও দোকানটির নিয়মিত ক্রেতারাও অভিযোগটি ভিত্তিহীন ও বানোয়াট বলে অভিহিত করেছেন। তারা বলেন,“আমরা প্রায়ই হাজী কাচ্চি ঘরের খাবার খাই এবং পরিবারের জন্যও নিয়ে যাই। এমন অভিযোগ কখনও চোখে পড়েনি বা বিশ্বাসযোগ্য মনে হয়নি।”
রহমান নামের স্থানীয়'হাজী কাচ্চি ঘর' দোকানের এক ক্রেতা বলেন,গুজবটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে।আমি এখান থেকে মাঝে মাঝে খাবার ক্রয় করি,খাবারের মান বেশ ভালো। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
মোঃ ফজলুল হক সেনেটারী ইনেসপেক্টর বলেন'হাজী কাচ্চি ঘর' বিরিয়ানিতে কুকুরের মাংস ব্যবহারের কোন আলামত আমরা পাইনি।তবে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ছিল, তাদের আমরা সতর্ক করে দিয়েছি।যদি ল্যাবরেটরী পরীক্ষার পর কারো বিপক্ষে যদি এর সত্যতা পাওয়া যায় তবে আমরা তাদের বিপক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
Masum / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা