ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

টিনের ছাউনিতে চলছে পাঠদান, অবকাঠামো সংকটে তালা মডেল প্রাথমিক বিদ্যালয়


শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা photo শেখ মখফুর রহমান জান্টু, সাতক্ষীরা
প্রকাশিত: ৪-৮-২০২৫ দুপুর ২:২৮
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ২৮ বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির নেই একটি স্থায়ী ও টেকসই ভবন। জরাজীর্ণ টিনের ঘরে আজও কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান চলছে।
 
বিদ্যালয় পরিদর্শনে দেখা যায়, শ্রেণিকক্ষের ছাউনি হিসেবে ব্যবহৃত হচ্ছে নীল পলিথিন ও পুরাতন টিন। দেয়ালে স্যাঁতসেঁতে দাগ, মেঝেতে ফাটল ও পানি জমে থাকা দৃশ্য চোখে পড়ে। ক্লাস চলাকালে বিদ্যালয়ের ছোট ছোট কক্ষে  গরমে অতিষ্ঠ শিক্ষার্থীরা, আবার বর্ষাকালে ছাদের ফাঁক দিয়ে পানি পড়ায় পাঠদান ব্যাহত হয়। ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চগুলো ভেঙে যাওয়ার উপক্রম। বৃষ্টির দিনে বই-খাতা ভিজে যায়।
 
২০২৫ সালে এই প্রতিষ্ঠানটিতে ১৪২ জন কমলমতি শিক্ষার্থী পড়াশোনা করছে। তার মধ্যে শিশু শ্রেণি: ২৯ জন,প্রথম শ্রেণি: ২৮ জন,দ্বিতীয় শ্রেণি: ১৮ জন,তৃতীয় শ্রেণি: ২৯ জন,চতুর্থ শ্রেণি: ১৮ জন ও পঞ্চম শ্রেণি: ২০ জন শিক্ষার্থী খুব কষ্ট করে পড়াশোনা করছে। বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষিকা রয়েছেন। বিদ্যালয়ে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকের পথ খালি রয়েছেন এই এই পদে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষিকা জোহরা পারভীন। এছাড়াও বিদ্যালয়টিতে রয়েছে শিক্ষিকা শামীমা জেবুন্নাহার, হাসনা বানু, রহিমা সুলতানা ও বিষনু প্রিয়া।
 
 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এই প্রতিনিধিকে জানান,
 
২০২৩-২৪ অর্থ-বছরে ২১০ নং তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১কোটি ২০ লক্ষ টাকার একটি ভবন তৈরির প্রকল্প হাতে নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ৫ই আগস্ট সরকারের পট পরিবর্তনের কারণে বর্তমান সরকার ঐ বরাদ্দের সকল প্রকল্প স্থগিত রেখেছেন। 
 
 ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ জোহরা পারভীন এই প্রতিবেদককে  বলেন:
দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করা হয়েছে ভবন নির্মাণের জন্য। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষক ও অভিভাবকদের মতে, এভাবে শিক্ষার পরিবেশ নষ্ট হলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে।
 
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন সন্তানকে পাঠাচ্ছি ভয়ে ভয়ে। কখন টিন উড়ে যায়, কখন পানি পড়ে যায় ভিজে যায়— এই নিয়ে চিন্তায় থাকি। এটি কি একটি মডেল স্কুলের চেহারা হতে পারে?”
 
স্থানীয়দের অভিযোগ, অন্য এলাকায় নতুন নতুন ভবন হলেও তালা মডেল বিদ্যালয়ের দিকে কেউ নজর দিচ্ছে না। অথচ এটি একটি উপজেলা সদর এলাকার ২০০ মি : দূরত্বে  অবস্থিত প্রাথমিক বিদ্যালয়।
 
উন্নয়ন কিংবা সংস্কার— কিছুই না পেয়ে এখন নতুন ভবনের অপেক্ষায় দিন গুনছে তালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।
 
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সাধারণ মানুষ  গণমাধ্যমের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন—
অবিলম্বে তালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি টেকসই, আধুনিক ও নিরাপদ ভবন নির্মাণ করা হোক।”
এটি শুধু শিক্ষার উন্নয়ন নয়, বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠনের জন্য অপরিহার্য।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত