ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি পালন


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৫-৮-২০২৫ রাত ৮:৪৮

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'এর বর্ষপূর্তি পালন করা হয়েছে।৫ আগস্ট গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে উপজেলায় নানা কর্মসূচী মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ এই দিনটিকে। শিবচর উপজেলায় শোক–শ্রদ্ধায় দিবসটি পালন করে।সারা দেশের মত মাদারীপুরের শিবচরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এ দিনটি।

মঙ্গলবার (৫ আগষ্ট) শিবচর উপজেলা প্রশাসন সকাল ৯টা থেকেই জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রথমেই জুলাই বিপ্লবে নিহত শিবচরের শহীদ শিহাব হাসান হৃদয়ের কবরে পুস্পঅর্পণ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভীন খানম।এরপর নানা কর্মসূচের মধ্যে দিয়ে দিনটি পালিত করে শিবচর উপজেলা প্রশাসন। 

বিকেলে শিবচর উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়।বিজয় মিছিলটি শিবচর খান ডায়গনস্টিক সেন্টারের সামনে থেকে শুরু হয়ে উপজেলার ৭১চত্বরে গিয়ে শেষ হয়। মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর সমর্থনে এ বিশাল বিজয় মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়।বিপুল সংখ্যক নেতাকর্মী এ বিজয় র‍্যালিতে অংশ গ্রহণ করে।সেচ্ছাসেবক দল,যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ এ বিজয় মিছিলে অংশ গ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত ভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তির বিষয় নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এ সময় তারা বলেন'জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিষয়বস্তু আমাদের ভুলে গেলে চলবে না।অনেক কষ্টে বিজয় অর্জন করা হয়েছে,এ বিজয়কে ধরে রাখতে হবে।হাসিনার দোসররা এখনও দেশের মধ্যে ঘাপটি মেরে রয়েছেন। এ সকল দোসরদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।এখনও দেশের মধ্যে আওয়ামী দোসরেরা ঘাপটি মেরে রয়েছেন।জুলাই আন্দোলনে নিহত শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি।অনেক কষ্টে আমাদের এ বিজয় অর্জন করা হয়েছে।এ বিজয়কে আমাদের ধরে রাখতে হবে'।

বিজয় মিছিল ও র‍্যালি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হেমায়েত হোসেন খান,যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী,উপজেলা মহিলা দলের আহবায়ক সুহাদা আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান মিলন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান,সদস্য সচিব সাইদুর বেপারী,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাত্তার উকিল,উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন পৌরসভা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার সহ উপজেলা ও পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 

এ সময় বিএনপি'র আরও একটি বিজয় মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লা সমর্থনে।এ সময় মিছিলে নেতৃত্বে দেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মোঃশাহাদাত হোসেন খান, মোহাম্মদ শাজাহান মোল্লা(সাজু মোল্লা) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীগণ এ সময় উপস্থিত ছিলেন। 

এছাড়াও মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।উপজেলার শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের মূল ফটকের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মাদারীপুর-১ (শিবচর) মনোনীত প্রার্থী মাওলানা আলহাজ্ব আকরাম হুসাইন।সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। 

এ সময় উপস্থিত বক্তারা বলেন ‘চব্বিশের জুলাই ও আগস্টে যারা প্রাণ দিয়েছে তারা দেশের বীর সেনা। এই শহীদদের বিনিময়ে আজকের বাংলাদেশ।ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার।এত কিছুর পরও আজ দেশ স্বাধীন নয়।ইসলামী আন্দোলন সবসময় দেশের কথা বলে,দেশের মানুষের কথা বলে।জুলাই ও আগস্টে গণ-অভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে এ সময় দোয়া করা হয়।সমাবেশ শেষে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিজয় মিছিল ও র‍্যালি বের হয়।গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ঐ একই স্থানে শেষ হয়।

বিজয় মিছিল ও র‍্যালিতে ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির,সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল ইসলাম,বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর আ. সালাম,ইসলামী পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলনের শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালী,মাওলানা মো. নাসির উদ্দিন, মুজাহিদ কমিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী