জুলাই গণঅভ্যুত্থান দিবসে মোড়লগঞ্জে বিজয় র্যালির ও আলোচনা সভা অনুষ্ঠিত
সারা দেশের মতো বাগেরহাটের মোড়লগঞ্জে সুজাউদ্দিন সুজার নেতৃত্বে র্যালি ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতনের প্রথম ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত হয়। মঙ্গলবার দিনব্যাপী প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান এ দিবস পালন করে।
মঙ্গলবার বিকেলে মোড়লগঞ্জের দৈবঞ্জহাটি বাজারের প্রধান সড়কে এক বিজয় র্যালি ও মিছিলের মাধ্যমে দিবসটি পালিত হয় । র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোড়লগঞ্জের যুবদলের নেতাকর্মী ও সমর্থক সহ এলাকাবাসী এই র্যালিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল ভূমিকায় ছিলেন সুজাউদ্দিন সুজা ( বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য ও মোড়লগঞ্জ উপজেলা ছাত্রদলের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক)। অনুষ্ঠানের প্রধান বক্তা সুজাউদ্দিন সুজা বলেন, গত ১৬ বছরের পতিত সরকারের স্বৈরাচারী শোষণের বেড়াজাল থেকে মুক্ত হওয়ার জন্য জুলাই যোদ্ধাদের অবদান অপরিসীম। তিনি আরো বলেন, দীর্ঘ নিপীড়ন এবং শোষণের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বৈরাচারী সরকারের শোষণের ফলে দেশ থেকে বিতাড়িত হয়েও বিএনপি তথা এদেশের আপামর সাধারণ জনগণকে সাথে নিয়ে ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করে।
আজকে বাংলার মানুষ বিশ্বাস করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমৃত্যু বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন। কিন্তু আওয়ামী সন্ত্রাসী সরকার স্বৈরশাসকের শোষণের মাধ্যমে সেই গণতন্ত্র কে স্বৈরতন্ত্রে প্রতিষ্ঠা করে দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধারণ মানুষের এই বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় সাধারণ ছাত্র জনতা কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসনের পতন ঘটায়।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, সারা দেশের মতো আজকে মোড়লগঞ্জের মানুষও এই স্বৈরশাসকের হাত থেকে মুক্ত হয়েছে। জুলাই আন্দোলনের এক বছর পূর্তির পর আজ মোরেলগঞ্জের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। তাদের প্রত্যাশা অচিরেই বর্তমান সরকার সকলের অংশগ্রহণের ভিতর দিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে দেশের ক্ষমতা প্রদানের মাধ্যমে গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা করবে এবং এই সর্বসাধারণের ভোটাধিকার নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের ভরসার একমাত্র আস্থার জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলে তারা মনে করেন।
বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমেই আমরা বৈষম্যহীন দেশ পেয়েছি। ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশ। আজকের এই দিনে জুলাই আন্দোলনের অর্গনায়ক শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের স্মরণ করি।
এছাড়া বাগেরহাটের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা