সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় অংশ গ্রহণ করেন।রবিবার(১০ আগস্ট)সকাল ১০টায় শিবচর উপজেলার ৭১ চত্বরে'শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ' ব্যানারে গাজীপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বলেন'দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে।যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করা হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রকাশ্যে দিবালোকে প্রাণ দিতে হত না।
আমরা সাগর-রুনি হত্যার বিচার এখনো দেখতে পাইনি।আমরা কার কাছে বিচার চাইবো?বিগত স্বৈরাচার সরকারের পতন হলো কিন্তু দুঃখের ব্যাপার এখনো সাগর-রুনি হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি বর্তমান সরকার।তুহিন হত্যার ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে।আমাদের দাবি হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে।যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করতে কেউ যেন সাহস না পায়।এ সময়ে সাংবাদিক নেতারা বলেন আমরা সকল সাংবাদিকবৃন্দ মিলে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাংবাদিক তুহিন হত্যাকারীকে দ্রুত বিচারের জন্য স্মারকলিপি প্রদান করা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র সাংবাদিক বিজয় টিভির মাদারিপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান,ঢাকা জার্নালের জেলা প্রতিনিধ সিরাজুল ইসলাম,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা,দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃসরোয়ার হোসেন মিঠু,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি মীর ইমরান,দৈনিক কালেরকন্ঠ পত্রিকার এস এম দেলোয়ার হোসাইন,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আহসান হাবিব,দৈনিক আমার সংবাদের মশিউর কাজী,দৈনিক দিনকালের মতিউর রহমান,দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী,দৈনিক ইনকিলাবের রাশেদুল ইসলাম রাসেল,এশিয়ান টিভির শিবচর উপজেলা প্রতিনিধি রুবেল মোড়ল সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
Rp / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied