সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় অংশ গ্রহণ করেন।রবিবার(১০ আগস্ট)সকাল ১০টায় শিবচর উপজেলার ৭১ চত্বরে'শিবচর উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ' ব্যানারে গাজীপুরে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা এ সময় অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীরা বলেন'দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার না করা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।সাংবাদিকদের পেশাগত রাষ্টীয় নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে।যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার করা হত তাহলে হয়ত সাংবাদিক তুহিনকে আজ প্রকাশ্যে দিবালোকে প্রাণ দিতে হত না।
আমরা সাগর-রুনি হত্যার বিচার এখনো দেখতে পাইনি।আমরা কার কাছে বিচার চাইবো?বিগত স্বৈরাচার সরকারের পতন হলো কিন্তু দুঃখের ব্যাপার এখনো সাগর-রুনি হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটন করতে পারেনি বর্তমান সরকার।তুহিন হত্যার ঘটনার নেপথ্যে থেকে যারা খুনিদের মদদ দিয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে।আমাদের দাবি হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে।যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার পুনরাবৃত্তি করতে কেউ যেন সাহস না পায়।এ সময়ে সাংবাদিক নেতারা বলেন আমরা সকল সাংবাদিকবৃন্দ মিলে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সাংবাদিক তুহিন হত্যাকারীকে দ্রুত বিচারের জন্য স্মারকলিপি প্রদান করা হবে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার সিনিয়র সাংবাদিক বিজয় টিভির মাদারিপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খান,ঢাকা জার্নালের জেলা প্রতিনিধ সিরাজুল ইসলাম,দীপ্ত টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রাজা,দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃসরোয়ার হোসেন মিঠু,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি মীর ইমরান,দৈনিক কালেরকন্ঠ পত্রিকার এস এম দেলোয়ার হোসাইন,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আহসান হাবিব,দৈনিক আমার সংবাদের মশিউর কাজী,দৈনিক দিনকালের মতিউর রহমান,দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী,দৈনিক ইনকিলাবের রাশেদুল ইসলাম রাসেল,এশিয়ান টিভির শিবচর উপজেলা প্রতিনিধি রুবেল মোড়ল সহ বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
Rp / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied