শিবচরে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামীলীগের হামলা

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে জয়বাংলার স্লোগান দিয়ে বিএনপির লোকজনের উপর হামলায় আহত হয়েছে অন্তত ২৫ জন।জয়বাংলার স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামীলীগের লোকজন এ হামলা চালায় বলে জানান আহত নেতাকর্মীরা।
সোমবার(১১ আগস্ট) রাত ৮ টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২ এর কাছে এ হামলার ঘটনা ঘটে।ঘটনাস্থলের খুব কাছেই শিবচর উপজেলার পুলিশের থানা রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার রাতের দিকে মাদারীপুর ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকীর সমর্থিত বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করতে বের হয়।শিবচর পৌরসভার চরশ্যামাইল এলাকায় কাজীর দোকান নামক স্থানে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণের বিষয় নিয়ে কথা কাটাকটি হলে এক পর্যায়ে লিফলেট বিতরণকারীদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা।এসময় বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়।আহত হয় অন্তত ২৫ জন।আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বেশ কয়েকজনকে।খবর পেয়ে শিবচর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত আহত বেশ কয়েকজন ব্যক্তি বলেন,'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট নিয়ে আমরা দত্তপাড়া হয়ে শিবচরের দিকে আসতে থাকি।এসময় চরশ্যামাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে আসলে শিবচর ইউনিয়ন পরিষদ(বর্তমানে পৌরসভা) এর সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।আমাদের অনেক লোকজন আহত হয়েছে।মোটরসাইকেল রেখে খাল-বিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে।ওই সময় পরিস্থিতি ভয়ানক ছিল।আমাদের বেশ কয়েকটি মোটরসাইকেল ওরা ভেঙে ফেলে।একটি স্বাধীন দেশে এভাবে আওয়ামী দোসররা দিনের পর দিন অন্যায় অবিচার করে যাবে?আমরা আর কত রক্ত দেবো,এ ঘটনা জড়িত দোষীদের আমরা সর্বোচ্চ শাস্তি চাই।শেখ হাসিনা ঠিকই পালিয়ে গেছে কিন্তু তার দোসররা এখনো বাংলাদেশের আনাছে কানাচে রয়ে গেছে'।
এ সময় আহত ব্যক্তিরা হলেন শিবচর উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নাসির হাওলাদার,সাবেক যুগ্ন সম্পাদক মোঃসুমন ফকির,প্রচার সম্পাদক পাভেল সরদার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মৃধা,কাঠালবাড়ি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইমন ব্যাপারী এছাড়াও শফিক সরদার, রাকিব তালুকদার, মোঃনাঈম, ইমদাদুল হোসেন,ফাহিম মোল্লা,মোঃ হৃদয়,জুনায়েদসহ বেশকিছু নেতাকর্মী আহত হয়েছে।
এ বিষয় জানতে চাইলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিক লাবলু বলেন'আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনা খুবই দুঃখজনক।একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্ব প্রস্তুতি নিয়েই যে হামলা করেছে তা কোন সভ্য সমাজের মানুষের কাম্য নয়।আমি এ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকেই পাওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবুল ইসলাম বলেন,‘ঘটনার খবর পেয়ে শিবচর থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। আহত ব্যক্তিদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে,অনেকে আবার চিকিৎসার জন্য ঢাকা চলে গেছে।আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি।ওই এলাকায় আমাদের পুলিশের টিম রয়েছে'।
Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান
