ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদাবাজি মাছ লুটের অভিযোগে বাগেরহাটে সংবাদ সম্মেলন


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২৫ রাত ৮:৯

বাগেরহােট ওয়াড বিএনপির সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজী ও মৎস ঘেরের মাছ লুটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত মোঃ ওবায়েদ মোড়ল। বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ ওবায়েদ মোড়ল । তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের মৃঃত আবু তালেব মোড়লের ছেলে। 

 তিনি চিতলমারি উপজেলার সন্তোষপুর ইউনিয়নের লড়ালকুল বিলে ৫ একর জমিতে দীর্ঘদিন ধরে মৎস্যঘের করে আসছেন। 

সংবাদ সম্মেলনে মোঃ ওবায়েদ মোড়ল বলেন, রশিদ মাঝি, আজিজুর মল্লিক (নেদু), আলফাজ মাঝি,জুয়েল মাঝি, আতাহার মল্লিক (কুটি মল্লিক), করিম মল্লিক, এনামুল মল্লিক, আলংগীর মল্লিক, হাবিবার শেখ, জাহিদ শেখ, সর্বসাং-লড়ারকুল, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট। রবিউল (ভ্যান চালক), সাং বাখরগঞ্জ বাজার, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, মনি শেখ, সাং-উত্তল মাধবকাঠি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, অজ্ঞাত ৪/৫ জন।

এরা এলাকার দুর্দান্ত দাঙ্গাবাজ, হাঙ্গামাকারী, কলহ প্রিয় দুস্য প্রকৃতির লোক । প্রতিপক্ষগন ও ২ নং আসামীর মদতে এলাকায় বিভিন্ন ধরনের মৎস্য ঘের, লুটপাঠ সহ চাঁদাবাজি করিয়া আসছে ভয়ে কেহ মুখ খুলতে ভয়পায়। এলাকায় তাহার পক্ষে বিভিন্ন ধরনের পেশার লোক মাদক দ্রবা, ভূমি দখল, চাঁদাবাজি, লুটপাট, ঘের দখল মারপিট সহ ভয়ভীতি দেখায়। তাহাদের ভয়ে এলাকার কোন লোক কথা বলতে ভয় পায়।

রশিদ মাঝি ও আজিজুর মল্লিকের হুকুমে কিছু সন্ত্রাসী প্রকৃতির লোক আমার কাছে চাঁদা দাবী করেন। কিন্তু আমি উক্ত চাঁদা দিতে অপারকতা প্রকাশ করায় আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি সহ মারপিট ভয়ভীতি ধানও মাছ নিয়া যাবে বলিয়া আসিতেছেন। গত ৩১জুলাই ২০২৫ তারিখে ভোর রাতের বেলায় আমার মৎস্য ঘেরে ডুকে বেড় জাল ফেলিয়া রুই, কাতলা, মৃগেল, পাংগাসও গলদা, বাগদা চিংড়ী নিয়া পালিয়া যান।লুটপাটের সময় আমি মৎস্য ঘেরে উপস্থিত ছিলামনা। 

আমার মৎস্য ঘের হইতে অনুমান ২,৫০,০০০/- (দুইলক্ষ পঞ্চাশ হাজার) টাকার মৎস্য লুটপাট করিয়া নিয়া যায়। রাতের আধারে তাহার লুটপাট করে সকাল বেলায় পার্শ্বের মৎস্য ঘেরের একজন লোক আমাকে ফোন করে জানায়।

আমি যাহাতে আমার মৎস্য ঘেরে শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করিতে পারি এবং মৎস্য ঘের হইতে লুটপাট করা ২,৫০,০০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ফেরত পাইতে পারি, জীবনের নিরাপত্তা পেতে পারি এবং এই বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে জেলা বিএনপি'র নেতৃবৃন্দকেও তাদের দলীয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছেন।

Masum / Masum

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী