ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাটু‌রিয়ায় গ্রামবাসীর নিজ অর্থায়নে নির্মাণ হ‌চ্ছে ৮০ ফুট দৈর্ঘ সেতু


মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার ধান‌কোড়া ইউ‌নিয়‌নের কান্দাপাড়া গ্রামের গাজীখালী নদীর ওপর গ্রামবাসীর উদ্যোগে নির্মাণ করা হচ্ছে সেতু। 
ধান‌কোড়ার কান্দাপাড়া গাজীখালী নদীর ওপর সেতু না থাকায় ভোগান্তিতে আছে কয়েকটি গ্রামের মানুষ।
 
ভুক্তভুগীরা বলেন বছরের পর বছর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ও সরকারি কোনো সহযোগিতা না পেয়ে চলাচলের জন্য নদীর উপর সেতু নির্মাণ করাতে না পেরে নিজেরাই ৮০ ফুট লম্বা সেতু নির্মাণ কাজ শুরু করেছে । গ্রামের সেতু‌টি নির্মা‌নে সবাই যার যা সাধ্য তা একত্রিত করে দিচ্ছে অর্থের যোগান। সরকারি কোনো সহযোগিতা না পেয়ে শেষ পর্যন্ত নিজেদের অর্থায়নেই গ্রামবাসী তৈরি শুরু ক‌রে‌ছে সেতু। সেতুটির ৮০ ফুট দৈর্ঘ্য এবং ৮ ফুট প্রস্থ বিশিষ্ট। চলতি বছরের রমজা‌নের ঈ‌দের পর থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ডি‌সেম্বরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা গ্রামবাসীর। 
 
সরেজমিনে দেখা যায়, এই সেতু নির্মাণ করা হলে প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। এই রাস্তা দিয়ে ওই এলাকার বাসিন্দারা বারোবাড়িয়া, নয়া‌ডি‌ঙ্গি বাজারসহ কয়েকটি হাট বাজারে যাতায়াত করে। সেতু না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামের বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সেতুর অভা‌বে কমপক্ষে ৩ থে‌কে ৪ কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। সেতু‌টি নির্মাণ হ‌লে প্রায় ১৫ হাজার মানু‌ষের দীর্ঘ দি‌নের দু‌র্ভোগ দুর হ‌বে। সেতুটির পিলার ও দুপা‌শের অ‌ংশের নির্মাণ কাজ ই‌তিম‌ধ্যে শেষ হ‌য়ে‌ছে।
 
ধামরাই‌য়ের ভোলানাথ উচ্চ বিদ‌্যাল‌য়ের ৯ম শ্রেণীর ছাত্র সুমন জানায়, আমার বিদ‌্যালয়‌টি নদীর ওপা‌রে আর বা‌ড়ি নদীর অপর পা‌ড়ে। প্রতি‌দিন নদী প্রেরি‌য়ে বিদ‌্যাল‌য়ে যে‌তে হয়। এখ‌নো ছোট ডি‌ঙ্গি নৌকায় পারাপার হ‌তে হ‌চ্ছে সেতু না থাকায়, সেতুটি নির্মাণ হলে সকলেই নির্বিঘ্নে পারাপার হতে পারবে।
 
কান্দাপ‌াড়া গ্রা‌মের গৃহবধু জিয়াসমিন বেগম (৫২) ব‌লেন, ৩৬ বছর আ‌গে এ গ্রা‌মে বি‌য়ে হ‌য়ে‌ছে তার। দীর্ঘ তিন যুগ ধ‌রে তি‌নি গাজীখালী নদী পে‌রি‌য়ে চলাচল ক‌রেন। বর্ষার সময় চলাচ‌লে ব‌্যাপক সমস‌্যায় পর‌তে হয় তা‌দের, বর্তমা‌নেও নদী পরাপার হ‌চ্ছে নৌকায়। সেতু নির্মা‌ণের কার‌নে এলাকার সক‌লের সু‌বিধা হ‌বে সেতুর নির্মা‌ণের টাকাও দি‌য়ে‌ছে তারা গ্রা‌মের সবাই।
 
কান্দাপাড়া গ্রা‌মের নুরুল ইসলাম (৪৫) ব‌লেন, অ‌নেক মেম্বার চেয়ারম‌্যানসহ সরকা‌রের নানা জায়গায় আমরা ঘুরাঘু‌রি ক‌রেও সেতু নির্মা‌ণের কোন কাজ হয় নি। আমরা গ্রামবাসী সক‌লে মি‌লে নি‌জের টাকা দি‌য়ে আমরা সেতু নির্মা‌ণের কাজটা শুরু কর‌ছি। গ্রা‌মের ধনী গ‌রীব সক‌লে সেতুটি নির্মা‌ণের জন‌্য টাকা দি‌য়ে‌ছে।
 
সেতু বাস্তবায়ন ক‌মিটির সদস‌্য মো: শ‌রিফুল ইসলাম ব‌লেন, বছ‌রের পর বছর নানা দপ্ত‌রে সরকা‌রি ভা‌বে সেতু নির্মাণ হ‌বে সে আশায় ঘু‌রেও কোন কাজ হয় নি। এ‌তো বছ‌রেও কোন কাজ না হওয়ায়, আমরা নি‌জেরা উ‌দ্যোগ নিলাম নি‌জে‌দের টাকায় সেতু নির্মাণ কর‌তে। চলতি বছরের রমজা‌নের ঈ‌দের পর থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী ডি‌সেম্বরের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা কর‌ছি।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত