মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে এ দিনটি।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনব্যাপী এ কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন স্থানে পরিস্কার-পরিছন্নতা কর্মসূচির,আনন্দ র্যালী ও আলোচনার সভার মধ্য দিয়ে দিনটি পালন করে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় শিবচর উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি আনন্দ র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিনটি শুরু হয়।এরপরে শুরু হয় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান,ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষ রোপণের কার্যক্রম।র্যালীটি উপজেলার ৭১ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোল চত্বরে এসে শেষ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র অন্যতম যুগ্ম-আহবায়ক ও ২০১৮ সালে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক জনাব গোলাম মোর্শেদ রাসেল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস মুন্সী ইরাদ,যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ তুমন,পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম- আহবায়ক হেমায়েত হোসেন খান,যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান চৌধুরী।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব কামরুজ্জামান মিলন,সঞ্চালনায় ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জিল রহমান শিহাব,এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল্লাহ সুমন, শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী,যুগ্ম-আহবায়ক মোঃমহিউদ্দিন খান,জামান মোল্লা,আবুল হোসেন বেপারী,উপজেলার সদস্য রুবেল হোসেন,নুর আলম সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য সচিব ও সদস্যবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীটি উপজেলার ৭১ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোল চত্বরে এসে শেষ করা হয়।এ সময় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন'অনেক ত্যাগের বিনিময়ে আমরা দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছি।আমরা দীর্ঘ সতের বছর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকারকে বিদায় করে গণতন্ত্র রক্ষা করেছি।আর যেন নতুন কোনো স্বৈরাচার এ দেশের দায়িত্ব না নিতে পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী নির্বাচনে জনগণ ভোটকেন্দ্রে যাবে,তাদের ভোট যাকে খুশি তাকে দেবে এটাই আমাদের প্রত্যাশা।জনগণ যাদের ভোট দিবে তারাই আগামীতে ক্ষমতায় আসবে। দীর্ঘ ১৭ বছর দুর্দিনে দিনে যারা আমাদের দলের সাথে ছিল তাদের ভুলে গেলে চলবে না।একটি শিশু সংগঠন ক্ষমতায় থাকার জন্য নির্বাচিনকে বিলম্বিত করার চেষ্টা করছে।আমাদের সজাগ থাকতে হবে কেউ যেন নির্বাচন বানচাল করতে না পারে।শেখ হাসিনা পালিয়ে গেছে,তার দোসররাও কিছু পালিয়ে গেছে।তবে আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের কিছু দোসর দালাল এখন লেবাস পাল্টিয়ে বিএনপিতে এসে অপকর্ম করে যাচ্ছে।তাদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে।তারা বিভিন্ন স্থানে চাঁদাবাজি,সন্ত্রাসী কার্যক্রম করছে। আমাদের সজাগ থাকতে হবে,এ সমস্ত দালালের দায় বিএনপি কখনোই নেবেনা'।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied