ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, ঝুঁকিতে দুই শতাধিক পরিবার


মানিকগঞ্জের সাটুরিয়ার ধলেশ্বরী নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের বসবাসকারী দুই শতাধিক । দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তা, ঘাট ও  বাজার। ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাটুরিয়া উপজেলাধীন বরাইদ ইউনিয়নের ঘুনা,  উত্তর ছনকা ও পূর্ব ছনকা এলাকার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙনের ঝুকিতে রয়েছে । গেল কয়েক দিনের ভাঙনে বেশ, কয়েকটি পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র সরে গেছে। অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার, সড়ক ও কবরস্থান।

জমিরউদ্দীন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ধলেশ্বরীর ভাঙনে আমরা সর্বস্বান্ত। বসতভিটা, কবরস্থানও রয়েছে ভাঙনের হুমকির মুখে।
 
বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা এলাকার বাসিন্দা পারভীন বেগম বলেন, ধলেশ্বরীর ভাঙনে দুই-তিনবার ঘরবাড়ি হারিয়েছি। এবারও ভিটেমাটি রক্ষার আশা দেখছি না। কি করবো কোথায় যাব, তা জানি না। 
 
৭১ বছর বয়সী শামসুল হক বলেন, আমি এ পর্যন্ত প্রায় ১৩ বার ঘরবাড়ি সরিয়েছি নদীর ভাঙনের কারণে। অনেক লড়াই করেছি এখন শেষ বয়সে আর লড়াই করার শক্তি নেই।
 
বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, নদী ভাঙনে চলতি মৌসুমে অন্তত ১০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। এ ছাড়াও প্রায়  দুই শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি ঝুঁকিতে রয়েছে।
 
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই বলেন, অতি দ্রুত ব্যবস্থা না নিলে ছনকা, গোপালপুর, শালুয়াকান্দিসহ কয়েকটি গ্রামের বিপুল ক্ষতি হবে। ধলেশ্বরী নদীর বুকে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি সহ ফসলি জমি। তিনি এই বিষয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
 
এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ভাঙন রোধে ইতোমধ্যেই একটি বিদ্যালয় রক্ষার কাজ চলছে। অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
সাটুরিয়া উপজেলাধীন বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা, পূর্ব ছনকা ও ঘুনা এলাকার মানুষের প্রানের দাবি যত তারা তারি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গ্রামগুলো রক্ষা করার। না হয় ধলেশ্বরী পাড়ের গ্রামগুলো হারিয়ে যাবে ধলেশ্বরী নদীর পেটে।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত