ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন, ঝুঁকিতে দুই শতাধিক পরিবার


মানিকগঞ্জের সাটুরিয়ার ধলেশ্বরী নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে নদী পাড়ের বসবাসকারী দুই শতাধিক । দিন দিন বাড়ছে ভাঙনের তীব্রতা, বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, রাস্তা, ঘাট ও  বাজার। ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে নদী পাড়ের মানুষ।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাটুরিয়া উপজেলাধীন বরাইদ ইউনিয়নের ঘুনা,  উত্তর ছনকা ও পূর্ব ছনকা এলাকার বিস্তীর্ণ জনপদ নদী ভাঙনের ঝুকিতে রয়েছে । গেল কয়েক দিনের ভাঙনে বেশ, কয়েকটি পরিবার ঘরবাড়ি হারিয়ে অন্যত্র সরে গেছে। অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার, সড়ক ও কবরস্থান।

জমিরউদ্দীন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ধলেশ্বরীর ভাঙনে আমরা সর্বস্বান্ত। বসতভিটা, কবরস্থানও রয়েছে ভাঙনের হুমকির মুখে।
 
বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা এলাকার বাসিন্দা পারভীন বেগম বলেন, ধলেশ্বরীর ভাঙনে দুই-তিনবার ঘরবাড়ি হারিয়েছি। এবারও ভিটেমাটি রক্ষার আশা দেখছি না। কি করবো কোথায় যাব, তা জানি না। 
 
৭১ বছর বয়সী শামসুল হক বলেন, আমি এ পর্যন্ত প্রায় ১৩ বার ঘরবাড়ি সরিয়েছি নদীর ভাঙনের কারণে। অনেক লড়াই করেছি এখন শেষ বয়সে আর লড়াই করার শক্তি নেই।
 
বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন বলেন, নদী ভাঙনে চলতি মৌসুমে অন্তত ১০টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। এ ছাড়াও প্রায়  দুই শতাধিক ঘরবাড়ি ও কৃষিজমি ঝুঁকিতে রয়েছে।
 
বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গাজী মোহাম্মদ আব্দুল হাই বলেন, অতি দ্রুত ব্যবস্থা না নিলে ছনকা, গোপালপুর, শালুয়াকান্দিসহ কয়েকটি গ্রামের বিপুল ক্ষতি হবে। ধলেশ্বরী নদীর বুকে বিলীন হয়ে যাবে ঘরবাড়ি সহ ফসলি জমি। তিনি এই বিষয়ে দ্রুত প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
 
এ বিষয়ে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান বলেন, ভাঙন রোধে ইতোমধ্যেই একটি বিদ্যালয় রক্ষার কাজ চলছে। অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানেও শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
 
সাটুরিয়া উপজেলাধীন বরাইদ ইউনিয়নের উত্তর ছনকা, পূর্ব ছনকা ও ঘুনা এলাকার মানুষের প্রানের দাবি যত তারা তারি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে গ্রামগুলো রক্ষা করার। না হয় ধলেশ্বরী পাড়ের গ্রামগুলো হারিয়ে যাবে ধলেশ্বরী নদীর পেটে।

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী