ছাত্রলীগের রাজনীতি কবর রচিত হয়েছে - আল আমিন
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বলেছেন, "ছাত্রলীগকে এই দেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের রাজনীতির কবর দেওয়া হয়েছে। বিগত দিনে দেশব্যপী নৈরাজ্য সৃষ্ঠির দায়ে তাদের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে।"
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রুপরেখা জনগণের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বুধবার (২৬ আগস্ট) দুপুরে দামকুড়া বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে জেলা ছাত্রদলের এই নেতা বলেছেন, ‘বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন চলতে দেওয়া হবে না। আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি।’
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আল আমিন বলেন, ‘ছাত্রলীগের সেই রাজনীতিকে আমরা কবর দিয়েছি। বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি চলতে দেওয়া হবে না। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুনাক্ষরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আমরা তোমাদের আশ্বস্ত করছি এবং আমরা দায়িত্ব নিচ্ছি।’
তিনি বলেন, ‘যারা ছাত্রলীগের কমিটিতে ছিল এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। তাদের কাউকে সদস্য ফরম দেওয়া যাবে না। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের পতাকা তলে রাজনীতি করেছে– এখন যদি তাদের কেউ এসে বলে, তারা আওয়ামী লীগের পতাকাতলে ছিল না। সত্যিকারের ছাত্রশিবির ছিল অথবা জামায়াতের রাজনীতি করে। আর তারা যদি আত্মপ্রকাশ করতে চায়, তাহলে তোমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করবে। এ ধরনের মোনাফেকি কোনো রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে দামকুড়াহাট কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম আলী, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ন আহমেদ, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য আশিক আহমেদ অনন্ত, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরু ইসলাম প্রমুখ।
সভা শেষে দামকুড়া বাজারে বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।
Rp / Rp
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু
Link Copied