ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রলীগের রাজনীতি কবর রচিত হয়েছে - আল আমিন


সবুজ ইসলাম (রাজশাহী) photo সবুজ ইসলাম (রাজশাহী)
প্রকাশিত: ২৬-৮-২০২৫ বিকাল ৫:২০
রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন বলেছেন, "ছাত্রলীগকে এই দেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের রাজনীতির কবর দেওয়া হয়েছে। বিগত দিনে দেশব্যপী নৈরাজ্য সৃষ্ঠির দায়ে তাদের নেতাকর্মীদের আইনের আওতায় আনা হবে।" 
 
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা রুপরেখা জনগণের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে বুধবার (২৬ আগস্ট) দুপুরে দামকুড়া বাজারে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। 
 
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে জেলা ছাত্রদলের এই নেতা বলেছেন, ‘বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি করতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতন চলতে দেওয়া হবে না। আমরা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছি।’ 
 
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আল আমিন বলেন, ‘ছাত্রলীগের সেই রাজনীতিকে আমরা কবর দিয়েছি। বাংলাদেশে আর কখনো ছাত্রলীগ স্টাইলে রাজনীতি চলতে দেওয়া হবে না। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুনাক্ষরেও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। আমরা তোমাদের আশ্বস্ত করছি এবং আমরা দায়িত্ব নিচ্ছি।’
তিনি বলেন, ‘যারা ছাত্রলীগের কমিটিতে ছিল এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ রয়েছে, তাদের কাউকে ছাত্রদলের পতাকা তলে নিয়ে আসা যাবে না। তাদের কাউকে সদস্য ফরম দেওয়া যাবে না। যদি কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা ছাত্রলীগ ও যুবলীগসহ আওয়ামী লীগের পতাকা তলে রাজনীতি করেছে– এখন যদি তাদের কেউ এসে বলে, তারা আওয়ামী লীগের পতাকাতলে ছিল না। সত্যিকারের ছাত্রশিবির ছিল অথবা জামায়াতের রাজনীতি করে। আর তারা যদি আত্মপ্রকাশ করতে চায়, তাহলে তোমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্রতিহত করবে। এ ধরনের মোনাফেকি কোনো রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’
 
অনুষ্ঠানে দামকুড়াহাট কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম আলী, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ন আহমেদ, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব হাসান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য আশিক আহমেদ অনন্ত, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, কবি কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি মাহফুজ, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনিরু ইসলাম প্রমুখ।
সভা শেষে দামকুড়া বাজারে বিএনপির ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়