শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

মাদারীপুরের শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশন ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির যৌথ উদ্যোগে ও মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী চিকিৎসক মোজাম্মেল হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদ হোসেন,
প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ড. মইনুল হাসান চৌধুরী ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও লেখক শিকদার আবদুস সালাম।
বিদ্যালয় সুত্রে জানা যায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী, বিদ্যালয় থেকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সরকারি ও মেডিকেল কলেজে চান্স ও বিসিএস পরীক্ষায় শুপারিশপ্রাপ্ত মেধাবী ১৫ জন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন শ্রেনীতে অধ্যয়নরত মেধাবী ১২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রধান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অমূল্য ভূমিকা রাখবে। তারা ভালো ফলাফল করে এই সহায়তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করে।এছাড়াও তারা অনেকেই ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।
আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, " মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানে পরাশুনায় আরো মনোযোগী হবেন,শিক্ষ্ ক্ষেত্রে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। এবছর যারা বৃত্তি পেলো তাদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রয়েছে। আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,বাংলাদেশ স্কাউটস এর সাবেক পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফা, ইফফাত সুলতানা, মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি, আজমল হুদা চৌধুরী ইথু, ঢাকা জর্জ কোর্টের বিশিষ্ঠ আইনজীবি ইসতিয়াক আহমেদ চৌধুরী তুমনসহ বিদ্যালয়ের সবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।
Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী
Link Copied