ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার: ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক জব্দ


সারোয়ার হোসেন , শিবচর photo সারোয়ার হোসেন , শিবচর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১২:২
মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। এ বিষয় শিবচর থানা পু‌লি‌শ আজ শুক্রবার বি‌কে‌লে প্রেস ব্রিফিং ক‌রেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট (২০২৫) রাত ২টা ৪০ মিনিটে পাবনা জেলার ব্যবসায়ী আমির শিবচরের চান্দেরচর এলাকায় যাওয়ার জন্য অস্ট্রেলিয়ান জাতের দুটি গরু কিনে পরিবহন করছিলেন। পথে পূর্ব থেকে প্রস্তুত হয়ে থাকা ৮-১০ জন ডাকাত ট্রাকযোগে গরুবাহী গাড়িটিকে অনুসরণ করে। গাড়িটি শিবচরের পাচ্চর এলাকায় পৌঁছালে ডাকাতদল ট্রাক দিয়ে পথ অবরোধ করে চালক ও ব্যবসায়ীকে মারধর করে। এরপর দুটি গরু লুট করে নিয়ে যায় এবং দড়ি দিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে রেখে যায়। ঘটনার পর শিবচর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়। 
 
মামলার তদন্তে নেমে মাদারীপুর জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান এর নির্দেশে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মোঃ সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে এসআই রেজাউল করিম ও থানার একদল পুলিশ সদস্য গাজীপুর ও টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় ডাকাত দলের মূল সর্দার ফরিদ ওরফে শামীম (যার নামে অন্তত ১৫টি ডাকাতি মামলা রয়েছে) কে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার সহযোগী ট্রাক চালক মোমিন ও নয়নকেও আটক করা হয়। ফরিদের দখল থেকে ঘটনার সঙ্গে জড়িত ট্রাক উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১৫-২০টি করে ডাকাতি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাত চক্র গড়ে তুলে সড়ক ডাকাতি, গরু ও ট্রাক ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
 
শিবচর সার্কেল এএসপি মোঃ সালাহ উদ্দিন কাদের জানান, “এই আন্তঃজেলা ডাকাত দল বহুদিন ধরে বিভিন্ন জেলায় সড়ক ডাকাতি চালিয়ে আসছিল। মূল হোতা ফরিদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Rp / Rp

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে শান্তিপূর্ণ হরতাল

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান 

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী