সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় গত এক সপ্তাহের বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল, অফিসপাড়া, গাছ, ঘরের বেড়া ও সড়কের উপর ব্যনার ফেস্টুন ও পোষ্টারে ছেয়ে গেছে। গত ১৭ বছরে যে প্রচার প্রচারণা করতে পারেনি সেই প্রচার প্রচারণা এখন প্রতিটি ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছে সাটুরিয়ার বিএনপির নেতাকর্মীরা।
ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতারা তাদের পছন্দের প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতাকে সমর্থন জানিয়ে নেত্রীর সঙ্গে নিজের ছবি দিয়ে এসব ব্যানার পোষ্টার দিয়ে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে তারা।
সাটুরিয়া উপজেলা বিএনপির নেতাকমীর্দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ১৭ বছরে আমরা কোন ব্যানার পোষ্টার ও ফেস্টুন এবং দলীয় কোন ছবি লাগাতে পারিনি। রাতের আধাঁরে পোষ্টার ব্যানার লাগালেও পরের দিন ছিড়ে ফেলা হয়েছে। হয়রানি করা হয়েছে পুলিশ দিয়ে। যখনই কোন পোষ্টার লাগিয়েছি তার পর থেকে রাতে আমরা ঘুমাতে পারেনি। মিথ্যা নাশকতা মামলা দিয়ে হয়রানি করেছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার দখলে রয়েছে মানিকগঞ্জ ৩ আসন। ইতোমধ্যেই নেতাকমীর্রা ব্যানার ফেস্টুন ও পোষ্টার দিয়ে জানান দিয়েছে। সাটুরিয়ার বিএনপির নেতাকমীর্রা রিতাকে ছাড়া তারা অন্য কাউকে গ্রহন করতে পারবে না। এর কারণ হিসেবে বিএনপির নেতারা বলছেন, দীর্ঘ ১৭ বছরে সাটুরিয়া মানিকগঞ্জর সদরে প্রায় দুই শতাধিক মিথ্যা মামলা হয় বিএনপির নেতাকমীর্দের বিরুদ্ধে। ওইসব মামলার নেতাকমীর্দের সকল দায় দায়িত্ব নিয়েছিলেন রিতা।আদালত থেকে নেতাকমীর্দের জামিন করা, যাদের জামিন হয়নি তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখা ও জেলখানায় আটক নেতাকমীর্রা ভালো খাবার ও সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করেছেন আফরোজা খানম রিতা। এজন্য আফরোজা খানম রিতার বিকল্প অন্য কাউকে ভাবছেন না নির্যাতিত বিএনপির নেতাকমীর্রা।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির নেত্রী আফরোজা খানম রিতা ছাড়া মানিকগঞ্জ ৩ আসনে আরো প্রার্থী রয়েছেন। তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাভোকেট আতাউর রহমান আতা, এ্যাডভোকেট জামিলুর রশিদ, যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যারিষ্টার সেলিম ও মোতালেব হোসেন। এই নেতারাও ব্যানার পোষ্টার দিয়ে প্রার্থীতা জানান দিয়েছেন। কিন্তু বিএনপির ১৭ বছরের দুর্দিনে তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি এমনকি কোন নেতাকমীর্র খোঁজ খবরও নেননি বলে জানান সাটুরিয়ার বিএনপির নেতাকমীর্রা। সাটুরিয়ার বিএনপির নেতাকমীর্রা আফরোজা খানম রিতার বিকল্প কাউকে মনোনয়ন দিলে তা হবে সাংগঠনিক ভুল।
কথা হয় সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আজাদ বিল্পবের সঙ্গে। তিনি বলেন, সাটুরিয়া মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খানম রিতার কোন বিকল্প নেই। তিনিই বিএনপির দুসময়ে কান্ডারি ছিলেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে বিএনপির নেতাকমীর্দের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে। এই ১৭ বছরে কয়েক হাজার নেতাকমীর্ বিনা অপরাধে নির্মম অত্যাচারের শিকার হয়েছে। তাদের পাশে একমাত্র আফরোজা খানম রিতা পাশে ছিলেন।
বালিয়াটি ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি মোঃ মাসুদুর রহমান খান স্বপন বলেন, আমার বিরুদ্ধে ৯ টি নাশকতা মামলা দিয়েছিল ফ্যাসিস্ট আওয়ামীলীগ। নয়টি মামলায় জেল খেটেছি। দলের ভেতর থেকে কোন নেতাকর্মীর খোঁজ খবর নেননি। আমার পরিবারসহ আমার মামলার যাবতীয় খরচ চালিয়েছেন জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা। আমার মতো সব নেতাকমীর্কেই তিনি দায়িত্ব নিয়ে জেল থেকে বের করেছেন। রিতার বিকল্প হিসেবে আমরা আর কাউকে ভাবতে পারি না।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার বলেন, বিনা অপরাধে সাটুরিয়া উপজেলার কয়েকশ বিএনপি নেতাকমীর্র বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে ফ্যাসিস্টরা। আমাদের ১৭ বছর ঘরে ঘুমাতে দেয়নি। পরিবার থেকে বিছিন্ন করে রেখেছে। রাতে খেত খামার,মেশিন ঘরে ঘুমিয়েছি পুলিশের ভয়ে। তারপরও একেরপর এক মামলা দিয়েছে। থানা থেকে আমাদের মামলার নকল কপি আনবে কোন নেতাকমীর্রা থানায় যেতে সাহস পাইনি। দলের ভেতর থেকে একমাত্র নেত্রী আফরোজা খানম রিতা আমাদের সাহস যোগিয়েছে। তিনি সকল ধরণের সহযোগিতা করেছে নেতাকমীর্দের। আমরা সাটুরিয়াবাসী তার বিকল্প কাউকে ভাবতে পারছি না।
Rp / Rp

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেছে ফায়ার সার্ভিস

বাগেরহাটের রামপালে নাগরিক ফোরাম গঠন

মাহাদেবপুরে ভ্রাম্যমান আদালত আত্রাই নদী থেকে নিষিদ্ধ ২৪টি রিং জাল ভষ্মীভূত করেছে

VBSZ পরিবারের উদ্যোগে ৬৬ শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ

সাটুরিয়ায় ধানের শীষের প্রচার প্রচারণায় মুখর বিএনপির নেতাকমীর্রা

পীরগঞ্জে অবৈধ ব্যবসা, সন্ত্রাস ও মাদক দমনে কঠোর অভিযানের নির্দেশ, সাবেক সংসদ সদস্য

বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, বুধ-বৃহ্স্পতি হরতাল

রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে হলে সমতলের আদিবাসীদের ঐক্যবদ্ধ ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চাঁদাবাজদের হাত থেকে রক্ষার আকুতি - পাটকেলঘাটায় সংবাদ সম্মেলন

মাদারীপুরের শিবচরে যাদুয়ারচরে ময়লার খাল উদ্ধারের অভিযান

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে রাজি নয় শরীয়তপুরবাসী

বাগেরহাটের ৪টি আসন পুনর্বহালের দাবিতে মোড়েলগঞ্জে হরতাল ও অবরোধ, স্থবির জনজীবন ব্যবসা-শিক্ষা কার্যক্রম বন্ধ

উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালী পৌরসভার তিন রাস্তায়
Link Copied