ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

নয়লি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দিলেন অভিনেত্রী দিলারা জামান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ৩:৩৯

গত ১৩ সেপ্টেম্বর'২৫ শনিবার বিকেলে রাজধানীর উত্তরার লা বাম্বা রেস্টুরেন্ট অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের সংগঠন “নয়লি গ্রুপ" এর অঙ্গসংগঠন নয়লি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক নাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সভাপতির বক্তব্য রাখেন আয়োজনের কর্ণধার নাদিয়া আফরিন। তিনি বলেন, “নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নয়লি ফাউন্ডেশন একটি প্রকল্প হাতে নিয়েছে মেইডেন নামে। যেখানে নারীদের সাবলম্বী করার লক্ষ্যে তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করা হয়। সদ্য সমাপ্ত প্রশিক্ষণের পর প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে সেজন্য প্রশিক্ষণের পর তাদেরকে সঠিক কাজে ব্যবহার নিশ্চিত করবে হবে।" 

প্রধান অতিথির বক্তব্যে দিলারা জামান বলেন, “একজন নারী যখন শিক্ষিত ও অভিজ্ঞ হয়ে ওঠে, তখন সেই সমাজ উন্নয়নের উচ্চ শিখরে উঠবে। আজ যারা সনদপত্র অর্জন করেছেন, তারা আগামী দিনে নিজেদের দক্ষতা দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবেন। নারীর ক্ষমতায়ন মানে শুধু নারী নয়, পুরো সমাজের অগ্রগতি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, মাসিক ভিন্নমাত্রার সম্পাদক ও ভিন্নমাত্রা প্রকাশনীর প্রকাশক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে নারীরা আজ পিছিয়ে নেই। বিমানের পাইলট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার—সর্বক্ষেত্রেই নারীদের অবদান রয়েছে। একমাত্র ইসলামই নারীর অধিকার সুরক্ষিত করেছে।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাহিমা খাতুন, সভাপতি, রিয়েল ভিউ। একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিও যে শুধুমাত্র সদিচ্ছা দ্বারা সাফল্যের শিখরে পৌঁছাতে পারে তার একটি অনন্য উদাহরণ ফাহিমা খান। 

বক্তারা নারীদের উদ্যোক্তা হিসেবে এগিয়ে নিতে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সনদপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও দেখের বিভিন্ন প্রান্তের কারুশিল্পীগণ নয়লি ফ্যাশনের সাথে চুক্তিবদ্ধ হয়। আমাদের দেশের শিল্প যেন বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সেই কামনা রেখে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  শেষে ধন্যবাদ জ্ঞাপন ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Rp / Rp

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নয়লি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দিলেন অভিনেত্রী দিলারা জামান

বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে  ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্শকদের ভোট দিবে না-- সৈয়দ মুফতি ফজলুল করিম

বাগেরহাটে যুবদল নেতার সুজনের উদ্যোগে রাস্তা সংস্কার

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ

টাঙ্গাইলে নবগঠিত ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে 'নাগরিক' প্রকল্প এর রামপাল উপজেলা নাগরিক ফোরাম গঠিত

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছাগল মোটাতাজাকরণে স্বনির্ভরতা অর্জন করছে লালমনিরহাটের পরিবারগুলো

প্রেমের টানে বাংলাদেশে, প্রতারণার শিকার হয়ে দেশে ফিরল ভারতীয় তরুণী

মোড়েলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক শিব্বির, সদস্য সচিব লিয়াকত

মাত্র ১২০ টাকায় কনস্টেবল পদে যোগ্যতার প্রমাণ—লালমনিরহাটে ১৭ জনের স্বপ্নপূরণ