রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭) ২। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ এনামুল হুদা লালু (৬০) ৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ০৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল গাফফার (৫৬) ৪। লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬) ৫। মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাইফুল ইসলাম লিয়ন (২৪) ৬। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান(৬০) ৭। ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাজন (৪২) ৮। ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ৯। ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোরকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৮:০৫ ঘটিকায় কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ এনামুল হুদা লালুকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। মোঃ আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাহারুল ইসলাম টিটুকে ও রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকায় মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম লিয়নকে গ্রেফতার করে। একই তারিখ রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় পল্লবী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে নাঈম নোমানকে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অন্যদিকে শনিবার দিবাগত রাত (১৪ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ০০:৪৫ ঘটিকায় ডেমরা থানার ডগাইর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ুনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ডিবি- গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মোঃ মহিউদ্দিন মাতব্বরকে গ্রেফতার করে। শিকদার সোহেল হাজারীকে ভোর আনুমানিক ০৪:৩০ ঘটিকায় কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Rp / Rp
মোরেলগঞ্জের রামচন্দ্রপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা
লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল
মহাদেবপুরে ড্রাম ট্রাক ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের ৫ আদিবাসী নিহত
মোড়েলগঞ্জে বি এন পির মিছিল ও সমাবেশ
লালমনিরহাট-৩ ‘লালমনিরহাটে সুজনের আয়োজনে এক মঞ্চে মুখোমুখি ৬ প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা ১ আসনের ধানের শীষ মার্কার প্রার্থীর পথসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী শামীমসহ ৩জন আটক
বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫
শরীয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটে চাকরি মেলা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন