ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সাটুরিয়ায় ব্রিজের মুখে মাটি ভরাটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ ও মানববন্ধন।


মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ ইউনিয়নে একটি ব্রিজের মুখ মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী কৃষক ও স্থানীয় গ্রামবাসী।

 

শনিবার সকালে হরগজ বাজারের চৌরাস্তা থেকে বিক্ষোভ শুরু হয়ে বাজারে প্রধান প্রধান গলি পদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। পরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

 

মানববন্ধনে কাজী শহিদুল্লাহর নেতৃত্বে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন, কৃষক সাইদুর রহমান, ও দেলোয়ার হোসেন। এ সময় তারা অভিযোগ করেন হরগজ মোড় থেকে বাজার সড়কের বালুর চর নামক স্থানে অবস্থিত একটি ব্রিজের উত্তর পাশে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের এটি স্বাভাবিক পথ ছিল। কিন্তু ৫ আগস্ট এর পর হঠাৎ করে রাতের আঁধারে পানি নিষ্কাশনের পথটি মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। 

 

কাজী শহিদুল্লাহ বলেন, স্থানীয় কয়েক জন প্রভাবশালী আনোয়ার, ফরিদ ও আলতাফ এই মাটি ভরাটে সহায়তা করেছে। ফলে সড়কের দুই পাশের বিস্তীর্ণ কৃষিজমিতে পানি আটকে যাচ্ছে। উত্তর ও দক্ষিণ পাশে হাজার হাজার একর জমিতে পানি জমে গিয়ে ফসল নষ্ট হচ্ছে।প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যত তাড়াতাড়ি সম্ভব পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহন করে।

 

ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন ইতোমধ্যে আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই বালুর চকে শত শত কৃষকের চাষকৃত ভুট্টা ধান ও বিভিন্ন সবজি নষ্ট হয়ে যাচ্ছে। দ্রুত তাই নিষ্কাশনের পথে খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। 

 

ভুক্তভোগী কৃষক বেলাল হোসেন বলেন, ব্রিজের উত্তর পাশে হানিফ আলী ঝর্না বেগমসহ কয়েক জনে জমি ক্রয় করে। তার যে পরিমাণ জমি ক্রয় করেছে তার চেয়ে বেশি দখল করার উদ্দেশ্যে ব্রিজের মুখটি বন্ধ করে দিয়েছে ফলে পানি নিষ্কাশন হতে পারছে না ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। 

 

ক্ষতিগ্রস্ত আরো এক কৃষক দেলোয়ার হোসেন বলেন এ বিষয় নিয়ে আমরা হরগজ ভূমি সহকারি, উপজেলা কমিশনার ভূমি এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গণস্বাক্ষর করে লিখিত অভিযোগ করেছি। হরগজ এলাকার প্রভাবশালী মহল আনোয়ার, ফরিদ ও আলতাফের সহযোগিতায় প্রশাসনও কোন ব্যবস্থা নিচ্ছে না। বিষয়টি খুব রহস্যজনক মনে হচ্ছে। 

 

এ সময় মানববন্ধনে আশা আরো কৃষকেরা বলেন দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশনের জন্য ব্রিজের মুখটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন অন্যথায় তারা আরো বড় ধরনের কর্মসূচি হুঁশিয়ারি দেন। 

 

সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আমি হাতে পাইনি। আপনাদের মাধ্যমেই জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত করে দেখব অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত