মোরেলগঞ্জে তিন সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় হাসপাতালের হিসাবরক্ষসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হবার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গণেশ পাল বাদি হয়ে সোমবার দিবাগত রাতে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় হাসপাতালের হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান মাতুব্বরসহ ৪ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। যার মামলা নং-১৬, তারিখ-২৩.৯.২০২৫। সম্প্রতি হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের বিরুদ্ধে নানা বিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হলে রেজোেয়ান মাতুব্বর পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর হাসপাতালের ভিতরে বসেই হামলার ঘটনা ঘটায়।
জানা গেছে, শুভরাজকাঠি গ্রামের গৃহ শিক্ষক উম্মে সালমা বেগম রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের বিষয়ে জানার জন্য গত ১৬ সেপ্টেম্বর দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠ, দৈনিক সংবাদ ও দৈনিক গ্রামের কাগজ প্রতিনিধি গনেশ পাল, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি শামীম আহসান মল্লিক ও প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ রেজোয়ান মাতুব্বরের বক্তব্য নেওয়ার জন্য হাসাপাতালে যান। ওই সময় রেজোয়ান মাতুব্বর তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাতাকে সাথে নিয়ে ওই তিন সাংবাদিককে পরিকল্পিতভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।
এক পর্যায়ে সাংবাদিকরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের কাছে গেলে তার কক্ষে বসেও সাংবাদিকদের ওপর চড়াও হন রেজোয়ান মাতুব্বর, তার স্ত্রী কহিনুর বেগম, মেয়ে মরিয়ম আক্তার মুনমুন ও মেয়ের জামাই আফজাল চাকলাদারসহ ৭-৮ জনের একটি দল। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষে সাংবাদিকদেরকে অবরুদ্ধ করে রাখে।
উল্লেখ্য, রেজোয়ান হোসেন প্রথমে মোরেলগঞ্জ হাসপাতালে পিয়ন পদে যোগদান করেন। পরে তিনি প্রধান সহকারি কাম হিসাব রক্ষক পদে উন্নীত হন। তার সময়ের নানা অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তিনিসহ হাসপাতালে কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। এসব কারনে পরিকল্পিতভাবে সাংবাদিকদের লাঞ্ছিত করে তাদের বিরুদ্ধে রেজোয়ান মাতুব্বরের মেয়ে হাসপাতালের আয়া মরিয়ম আক্তার মুনমুনের শ্লীলতাহানী করা হয়েছে এমন অভিযোগ তুলে মিথ্যা মামলাও দায়ের করা হয়। (যার মামলা নং-১৫, তারিখ-২১.৯.২০২৫)।
এ ঘটনায় বাগেরহাট প্রেসক্লাব, মোরেলগঞ্জ প্রেসক্লাব, শরণখোলা প্রেসক্লাবসহ বিভিন্ন জেলা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিককের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা