ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত


ওমর ফারুক, মানিকগঞ্জ photo ওমর ফারুক, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-৯-২০২৫ বিকাল ৫:৫৬

"টেকসই উন্নয়নে পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আজ (২৭ সেপ্টেম্বর) শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুল হাসান সোহাগ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

 

এ সময় আলোচনায় বক্তারা বলেন, মানিকগঞ্জের পর্যটন খাতকে ঘিরে বিরাট সম্ভাবনা রয়েছে। পদ্মা, ধলেশ্বরী ও যমুনার মতো নদীঘেরা এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিসৌধ ও গ্রামীণ ঐতিহ্য পর্যটকদের কাছে অনন্য আকর্ষণ হতে পারে। তবে পর্যটন খাতকে এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ সহজীকরণ, নিরাপত্তা ও প্রচারণার ওপর গুরুত্ব দিতে হবে।

 

বক্তারা আরও বলেন, স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে এলে এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ নেয়া হলে মানিকগঞ্জ শুধু দেশি নয়, বিদেশি পর্যটকদের কাছেও একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠতে পারে। বিশেষ করে ধলেশ্বরীর চরাঞ্চল, পদ্মার শস্যভাণ্ডার, ঐতিহ্যবাহী কুটিরশিল্প, খেজুরগুড়, মিনি কক্সবাজার খ্যাত পদ্মার তীর এবং কালীগঙ্গার পাড়ে পর্যটনে নতুন দিগন্ত খুলতে পারে। এ আয়োজনে অংশগ্রহণকারীরা আগামী দিনে মানিকগঞ্জ দেশের অন্যতম পর্যটনকেন্দ্রিক জেলা হিসেবে গড়ে উঠবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত