ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কারণ অনুসন্ধান করতে পরিদর্শনে তদন্ত কমিটি

বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় দুই শতাধিক ঘরে ফাটল বিক্ষোভে উত্তাল এলাকাবাসি


নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ photo নির্মল ভট্টচার্য্য রিংকু , হবিগঞ্জ
প্রকাশিত: ৫-২-২০২৪ দুপুর ৩:৪
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসফিল্ড এলাকায় অতিরিক্ত কাঁপুনিতে প্রায় দুই শতাধিক ঘরে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনার পর মন্ত্রনালয় কর্তৃক তদন্ত কমিটি সরেজমিনে বিবিয়ানা গ্যাসক্ষেত্র পরিদর্শন করেছেন। অন্যদিকে দেশের অন্যতম গ্যাসক্ষেত্র বিবিয়ানার কার্যক্রম বন্ধ, সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবীতে আবারও গ্যাসক্ষেত্র ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এঘটনা নিয়ে সংসদে কথা বলেছেন স্থানীয় সংসদ সদস্য কেয়া চৌধুরী। গত রবিবার  বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন বিভাগের পরিচালক মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটির কথা উল্লেখ করা হয়। 
এতে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানকে আহব্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যরা হলেন- সদস্য সচিব বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন ডেভেলপমেন্ট ও প্রোডাকশনের মহা ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন, সদস্য বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের ভূতাত্তি¡ক বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন।  তদন্ত কমিটির আহবায়ক সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি সরেজমিনে বিবিয়ানা গ্যাসফিল্ড পরিদর্শন করেন।

এসময় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সামনে চৌরাস্তার মোড়ে মানববন্ধন করেন স্থানীয় লোকজন। মানববন্ধন শেষে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় তারা। এসময় স্থানীয়রা বিবিয়ানার কার্যক্রম সাময়িক বন্ধ, সুষ্ঠু তদন্ত ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়ার ঘটনায় শেভরণের কাছে ক্ষতিপূরণ দাবী করেন তারা। অন্যতায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয়া হয়। গত রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বিবিয়ানা গ্যাসক্ষেত্রের আশপাশ এলাকায় অতিরিক্ত কাঁপুনি, বাড়িঘরের দেয়ালে ফাটল দেখা দেয়ার কারণ সঠিক ভাবে নির্ণয় ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান।
শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান ই-মেইল এ এক ক্ষুদেবার্তায় বলেন, বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের আশেপাশের এলাকাগুলিতে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছিল। বর্তমানে শেভরন বাংলাদেশের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে, আমরা এই কম্পনের ঘটনায় বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের অপারেশনের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে বলে সনাক্ত করতে পারিনি। আমাদের প্রাথমিক ফোকাস হল আমাদের মানুষের নিরাপত্তা, আমাদের সম্পদের সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ করা।
উল্লেখ্য- নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের করিমপুরে অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র। যুক্তরাষ্ট্রের কোম্পানি শেভরনের অর্থায়নে পরিচালিত হচ্ছে এটি। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রতিদিন ৩-৪ বার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়। এতে মাটি কেঁপে ফাটল ধরেছে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের ২০ গ্রামের দুই শতাধিক ঘর বাড়িতে। স্থানীয়রা জানান বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানালেও ব্যবস্থা নেয়নি। যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। তারা আরও বলেন এঘটনার পর থেকে শিশু থেকে বৃদ্ধ লোকজন অসুস্থ হয়ে পড়েছেন। গত শনিবার রাতে ক্ষুব্ধ হয়ে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ বিবিয়ানা গ্যাসফিল্ড ঘেরাও করে। এ সময় বিবিয়ানা গ্যাসফিল্ডের কার্যক্রম বন্ধ করার দাবি জানান স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. মাসুক আলী, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়াকে অবগত করেন। পরে সংসদ সদস্য মোবাইল ফোনে বিষয়টি সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে জানালে সরে যান স্থানীয়রা। এরপর মধ্যরাতে পুনরায় অতিরিক্ত কাপুনি দিলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে পরে গত রবিবার আন্দোলনে নামে তারা।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত