প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে না চেয়ে শরীয়তপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শরীয়তপুরের মানুষ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শত শত ছাত্র জনতা।
বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সড়কে বসে পড়ে।
এতে শরীয়তপুর-ঢাকা সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
এসময় বক্তব্য রাখেন, জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার,সদস্য সচিব সোহেল তালুকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমরান আল নাজির, মোক্তার হোসেন সবুজ তালুকদার গণধিকার পরিষদ ডা,মোঃ শাহাজাল সাজু শিবির সভাপতি সাখাওয়াত কাওসার
বক্তারা বলেন, শরীয়তপুরবাসীর দাবি উপেক্ষা করে যদি ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
তারা জানান, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তারা মনে করেন। ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নিলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামে প্রস্তাব এলেও তা নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় বাস্তবায়িত হয়নি। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলে শরীয়তপুরে ফের আন্দোলন শুরু হয়। ওইদিনই জেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত না করার দাবিতে‘জাগো শরীয়তপুর’ সংগঠনটির পক্ষ থেকে গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
Link Copied