প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যেতে না চেয়ে শরীয়তপুরে বিক্ষোভ-সড়ক অবরোধ
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার করার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শরীয়তপুরের মানুষ।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শত শত ছাত্র জনতা।
বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট শরীয়তপুর-ঢাকা সড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সড়কে বসে পড়ে।
এতে শরীয়তপুর-ঢাকা সড়কের দুই পাশে প্রায় চার কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
এসময় বক্তব্য রাখেন, জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন হাওলাদার,সদস্য সচিব সোহেল তালুকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমরান আল নাজির, মোক্তার হোসেন সবুজ তালুকদার গণধিকার পরিষদ ডা,মোঃ শাহাজাল সাজু শিবির সভাপতি সাখাওয়াত কাওসার
বক্তারা বলেন, শরীয়তপুরবাসীর দাবি উপেক্ষা করে যদি ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
তারা জানান, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে শরীয়তপুর ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপরদিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তারা মনে করেন। ২০১৫ সালে ফরিদপুর বিভাগ ঘোষণার উদ্যোগ নিলে শরীয়তপুরে ব্যাপক আন্দোলন হয়। পরে ২০২২ সালে ‘পদ্মা বিভাগ’ নামে প্রস্তাব এলেও তা নিকার বৈঠকে অনুমোদন না পাওয়ায় বাস্তবায়িত হয়নি। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হলে শরীয়তপুরে ফের আন্দোলন শুরু হয়। ওইদিনই জেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। এরপর গত ১২ সেপ্টেম্বর রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ২৪ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত না করার দাবিতে‘জাগো শরীয়তপুর’ সংগঠনটির পক্ষ থেকে গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় শরীয়তপুর শহরের দুবাই প্লাজায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মাসের প্রথম সপ্তাহে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied