ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

গবাদি পশুর খাদ্য সংকটে চরম বিপাকে খামারীরা


সবুজ ইসলাম (রাজশাহী) photo সবুজ ইসলাম (রাজশাহী)
প্রকাশিত: ৪-১০-২০২৫ দুপুর ১২:৭

রাজশাহী সহ আশেপাশের জেলায় গবাদি পশুর খাদ্য সংকটে চরম বিপাকে পড়েছেন খামারিরা। রাজশাহী শহরের পাশ্ববর্তী পদ্মার চর এলাকায় চারণভূমি পানিতে ডুবে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় বিকল্প হিসেবে এলাকার শত শত মানুষ তাদের গৃহপালিত গরু, মহিষকে কচুরিপানা খাওয়াচ্ছেন। এছাড়াও বানিজ্যিক ভাবে পরিচালিত গবাদি পশু’র খাবারের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে এই অঞ্চলের খামারিরা। জেলা প্রাণীসম্পদের তথ্যনুযায়ী রাজশাহীতে প্রায় ১৫ শো গবাদি পশু’র খামার রয়েছে।

শুধুমাত্র রাজশাহীতে না, এর বাইরের জেলাগুলোতেও খামারিদের একই অবস্থা। বর্ষা চলাকালীন সময়ে গবাদি পশুর খাবার যোগান দেওয়া অনেক কষ্টসাধ্য হচ্ছে তাদের জন্য। নাটোর জেলার চলনবিলের চাটমোহর অন্তর্গত বিলগুলোতে বর্ষার পানি প্রবেশ করায় গবাদি পশুর চারণভূমি ডুবে যাওয়ায় খাদ্য সংকট দেখা দিয়েছে।

খড়, খইল, ভুসি সহ অন্যান্য খাবারের মূল্য বৃদ্ধির ফলে গরু মহিষ ছাগল ভেড়া নিয়ে বিপাকে পড়েছেন খামারি ও পশু মালিকরা। গরু মহিষের খাদ্য চাহিদা মেটাতে সম্পূরক খাবার হিসেবে অনেক পশু মালিক কচুরিপানার ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগের জরিপ অনুযায়ী, চাটমোহরে ৩২৮টি গাভির খামার, ২৩২টি মোটা তাজাকরণ খামার, ছাগল ভেড়ার ৭০টি খামার রয়েছে। এসব খামারে ২৭ হাজার ৯২৮টি গাভি, ৩০ হাজার ৪৫টি ষাঁড়, ২৯ হাজার বকনা গরু রয়েছে।

এ ছাড়া ২ হাজার ৬৪৯টি মহিষ রয়েছে। অনিবন্ধিত খামারেও গবাদি পশু পালিত হচ্ছে। বিপুল সংখ্যক প্রাণীর খাদ্য চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন এ এলাকার পশু মালিকরা।

জানা গেছে, উপজেলার নিমাইচড়া, হান্ডিয়াল ও বিলচলন ইউনিয়নের আংশিক এলাকার বিলগুলোতে বন্যায় আগাম পানি প্রবেশ করে। আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত প্রায় চার মাস মাঠে পানি থাকায় গরু-মহিষকে মাঠে নিয়ে খাওয়ানো সম্ভব হয় না।

এ সময় পুরোপুরি খড়, খইল, ভুসি সহ অন্যান্য দানাদার খাবারের ওপর নির্ভর করতে হয় পশু মালিকদের। বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে কৃষক বোরো ধানের কিছু খড় পেলেও তা চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ভাটি এলাকায় খড়ের দাম আরও বেশি হওয়ায় সেসব এলাকার খড় ব্যবসায়ীরা চাটমোহর সহ উজান এলাকা থেকে চড়া দামে বোরো ধানের খড় কিনে নিয়ে যান।

গ্রামের সানা উল্লাহ জানান, ভূসির দাম বেশি। গরুর দুধের টাকায় খাদ্য হয় না। ৪৭ টাকা লিটার দুধ। এক আঁটি খড়ের দাম ৭ টাকা। এক-একটি গরুকে তিন থেকে চার আঁটি খড় দিই আর কচুরিপানা খাওয়াই। নিজেরও বাঁচতে হবে গরু গুলোও বাঁচাতে হবে। 

এ ব্যাপারে চাটমোহর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, কচুরিপানা গবাদি পশুর আদর্শ খাবার নয়। কচুরিপানায় পানির পরিমাণ বেশি থাকে। গবাদি পশুর খাদ্য সংকটের কারণে অনেকে কচুরি পানা খাওয়ান। দীর্ঘমেয়াদে অধিক পরিমাণ কচুরিপানা খাওয়ানো গবাদি পশুর জন্য ক্ষতিকর। 

মাত্রাতিরিক্ত কচুরিপানা খাওয়ালে গবাদি পশুর পাতলা পায়খানা বা বদ হজম হতে পারে। আমরা গবাদি পশুর মালিকদের সাইলেস পদ্ধতিতে খাবার সংরক্ষণের জন্য উদ্বুদ্ধ করছি। এ পদ্ধতিতে খাবার সংরক্ষণ করলে আপৎকালীন সময়ে গবাদি পশুর মালিকরা লাভবান হবেন।

রাজশাহী জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতোয়ার রহমান বলেন, ‘রাজশাহীতে টানা বর্ষণ এবং পদ্মা নদীর পাশ্ববর্তী অঞ্চলে পানি উঠে যাওয়া গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা। তাই তারা কচুরিপানা সহ অন্যান্য যে প্রাকৃতিক লতাপাতা সেগুলো খাওয়াচ্ছেন। তবে কচুরিপানা বেশি খাওয়ালে পশুর সমস্যা হবে। তাই আমরা পরামর্শ দিচ্ছি রৌদে শুকিয়ে অন্যান্য খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে।”

Masum / Masum

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক যুবদল নেতার মৃত্যু