ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

সাটুরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন


ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির ১ নং যুগ্ম সম্পাদক আব্দুর রহমান।

 

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে সাটুরিয়া ডাক বাংলোতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য দেবার সময় বলেন, একটি সংঘবদ্ধ চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার ও ভিডিও ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। 

 

এসময় আব্দুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আমি সাটুরয়িা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আহবায়ক পরে সভাপতির দায়ত্বি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় রয়েছি। কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে রাজনৈতিক ভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি বছরের ৫ আগস্ট ‘জেলা বিপ্লব দিবস’ উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভায় জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা প্রধান অতিথি ছিলেন। সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী মাসুদ সভামঞ্চে এসে মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় সাটুরিয়া যুবদলের আহ্বায়ক আমীর হামজাকে হুমকি দেওয়া হয়। পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।

 

তিনি আরও বলেন, “পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে আমি ব্যক্তিগত প্রয়োজনে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার উপর আক্রমণ চালায়। বিএনপির নেতা-কর্মীরা খবর পেয়ে আমাকে উদ্ধার করেন। অথচ হামলার ভিডিও ফুটেজ না দেখিয়ে একটি পক্ষ উল্টো আমাকে জড়িয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে।”

 

আব্দুর রহমান অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজকে উদ্দেশ্যমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তার রাজনৈতিক ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্য করা হচ্ছে। কিছু ফেসবুক আইডিতে যাচাই না করে সেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, কিন্তু কোন মূল গণমাধ্যমে তা প্রচার বা প্রকাশ করেনি। এতে প্রমাণীত হয় একটি চক্র আমাকে তথা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে । 

 

এসময় বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহবায়ক আমীর হামজা, সেচ্ছাসেবক দলের আহবায়ক মহসিন উজ্জামান, এসময় আরো উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ বরকত মল্লিক, শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানু রহমান, সাটুরিয়া যুবদলের অন্যতম নেতা নজরুলম ইসলাম ফরিদ, উজ্জল তালুকদার, অ্যাডভোকেট মেহেদী হাসান বাদল, বালিয়াটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানসহ সাটুরিয়া উপজেলা বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

 

সংবাদ সম্মেলনে আব্দুর রহমান ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের এবং দেশবাসীর প্রতি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।

Masum / Masum

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত