ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

বাগেরহাটে বিএনপি নেতা সাংবাদিক হায়াত হত্যায় জড়িত থাকার সন্দেহে দুই যুবক গ্রেপ্তার


বাগেরহাট জেলা প্রতিনিধি photo বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৫ দুপুর ১১:৭

বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন (৪২) হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যায় কঠোর গোপণীয়তায় অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম হারুন অর রশিদের আদালতে আসামীদের হাজির করা হলে তারা বিএনপি নেতা সাংবাদিক হায়াত উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। বিচারক প্রায় দুই ঘন্টা ধরে তাদের জবানবন্দি গ্রহণ শেষে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আসামীরা থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামী না। এই মামলার এজাহারনামীয় কোন আসামীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
তারা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের গোপালকাঠি গ্রামের মো. শহীদুল হাওলাদারের ছেলে মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) একই গ্রামের মো. আব্দুল হাইয়ের ছেলে মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)।
এরআগে গতকাল সোমবার তাদের ঢাকার আশুলিয়া এলাকার একটি আবাসিক হোটেলে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।
বিএনপি নেতা হায়াত উদ্দিন হত্যার একদিন পর তার মা হাসিনা বেগম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের একদিন পর হত্যা মামলাটি জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করে থানা পুলিশ।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামলার তদন্ত কর্মকর্তা স্নেহাশিষ দাশ মঙ্গলবার দুপুরে এই প্রতিবেদককে বলেন, বিএনপি নেতা সাংবাদিক এ এস এম হায়াত উদ্দিন হত্যাকান্ডের পর গোয়েন্দা পুলিশের একাধিক দল জড়িতদের ধরতে অভিযান শুরু করে। তারই ধারাবহিকতায় ঢাকার আশুলিয়া এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে ওমর ফারুক ও আশিক নামের দুই যুবককে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করা হলে তারা এই হত্যাকান্ডে জড়িত রয়েছে বলে স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা অকোপটে কিভাবে কেন সাংবাদিক হায়াতকে হত্যা করেছে তার বর্ণনা দেন। জবানবন্দিতে তারা বলেন, সম্প্রতি সাংবাদিক হায়াত তার ব্যবহ্নত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মাদক, লুটপাট, চাঁদাবাজি নিয়ে বেশ সরব ছিলেন। যা তারা অনেকেই মেনে নিতে পারেনি। ওই বিরোধকে কেন্দ্র করে গত অক্টোবর ঘটনার দিন গ্রেপ্তার হওয়া এই দুই যুবকসহ অন্য সহযোগী আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে সাংবাদিক হায়াত উদ্দিনকে চাপাতি, ধারালো রামদা, ছুরি, লোহার রড, হাতুড়ী, ধারালো হাসুয়া ও লাঠিসহ তিনটি মোটরসাইকেলযোগে হত্যার উদ্দেশ্যে এসে এলোপাথাড়ী মাথায়, ঘাড়ে, পাজোরে, পেটে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। তাদের দেওয়া জবানবন্দি মাথায় রেখে মামলার তদন্ত কাজ চলছে। এই মামলার এজাহারনামীয় আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাদের ধরতে পারলে এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের আসল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে ধারনা করছেন এই পুলিশ কর্মকর্তা।
প্রসঙ্গত. গত ৪ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের উত্তর হাড়িখালী এলাকার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে বসে এলোপাথাড়ি কুপিয়ে সাংবাদিক হায়াতকে হত্যা করে একদল দুর্বৃত্ত। হায়াত উদ্দিন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা নামের একটি পত্রিকার নিজস্ব প্রতিবেদক ছিলেন। এছাড়াও তিনি বাগেরহাট পৌর বিএনপির সাবেক সদস্য এবং সম্প্রতি হয়ে যাওয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

Rp / Rp

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প

মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন

লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার

সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির

বাংলা‌দেশ ম‌হিলা প‌রিষদ বা‌গেরহাট শাখার শোক

নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা

বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত

দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা

বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত