মাদারীপুরে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মানববন্ধন
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় উর্মি বেগম (৩১) নামের এক গৃহবধূকে ধর্ষণ ও পরবর্তীতে নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ সরদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে— সোহাগ সরদার, জসিম সরদার, ঝরনা বেগম, লামিয়া আক্তার, কালাম সরদার, মিম আক্তার ও সাজিদ হাওলাদারকে।
ভুক্তভোগী উর্মি বেগম জানান, প্রায় দুই মাস আগে তিনি দুই সন্তানকে নিয়ে সোহাগ সরদারের বাড়িতে ভাড়া ওঠেন। তার স্বামী প্রবাসে থাকায় তিনি ছোট দুই সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন ।
তিনি অভিযোগ করেন, সুযোগ বুঝে বাড়ির মালিক সোহাগ সরদার প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে সেটিকে ব্যবহার করে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। উর্মি বেগমের দাবি, দীর্ঘদিন ভয় ও লজ্জার কারণে তিনি কাউকে কিছু জানাতে পারেননি।
কিন্তু কিছুদিন আগে ঘটনাটি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে সোহাগ সরদার ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মিলে উর্মি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। এমনকি গরম লোহার ছ্যাঁকা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করা হয়।
উর্মি বেগম জানান, “যে জায়গাগুলোতে তারা ছ্যাঁকা দিয়েছে, সেগুলো এত স্পর্শকাতর স্থান যে আমি মুখে বলতে পারছি না।
এই ঘটনাকে কেন্দ্র করে ঘটকচর এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারণ মানুষ। শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। তারা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “এমন বর্বর ঘটনার বিচার না হলে সমাজে নারীদের নিরাপত্তা থাকবে না। আমরা ধর্ষক ও নির্যাতনকারীদের ফাঁসি চাই।”
স্থানীয়দের অভিযোগ, প্রধান আসামি সোহাগ সরদার আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় থানায় বিপুল অঙ্কের টাকা দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ফলে মামলার বিষয়ে পুলিশ তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
পুরো ঘটকচর এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন জঘন্য ও নৃশংস নির্যাতনের ঘটনা ঘটকচরে আগে ঘটেনি। এলাকার সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।
Rp / Rp
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Link Copied