মাদারীপুরে গৃহবধূকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়দের মানববন্ধন
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় উর্মি বেগম (৩১) নামের এক গৃহবধূকে ধর্ষণ ও পরবর্তীতে নির্মম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সোহাগ সরদার (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মুর্শিদা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে— সোহাগ সরদার, জসিম সরদার, ঝরনা বেগম, লামিয়া আক্তার, কালাম সরদার, মিম আক্তার ও সাজিদ হাওলাদারকে।
ভুক্তভোগী উর্মি বেগম জানান, প্রায় দুই মাস আগে তিনি দুই সন্তানকে নিয়ে সোহাগ সরদারের বাড়িতে ভাড়া ওঠেন। তার স্বামী প্রবাসে থাকায় তিনি ছোট দুই সন্তান নিয়ে ওই বাড়িতে থাকতেন ।
তিনি অভিযোগ করেন, সুযোগ বুঝে বাড়ির মালিক সোহাগ সরদার প্রথমে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে সেটিকে ব্যবহার করে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। উর্মি বেগমের দাবি, দীর্ঘদিন ভয় ও লজ্জার কারণে তিনি কাউকে কিছু জানাতে পারেননি।
কিন্তু কিছুদিন আগে ঘটনাটি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে সোহাগ সরদার ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মিলে উর্মি বেগমকে শারীরিকভাবে নির্যাতন করেন। এমনকি গরম লোহার ছ্যাঁকা দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ করা হয়।
উর্মি বেগম জানান, “যে জায়গাগুলোতে তারা ছ্যাঁকা দিয়েছে, সেগুলো এত স্পর্শকাতর স্থান যে আমি মুখে বলতে পারছি না।
এই ঘটনাকে কেন্দ্র করে ঘটকচর এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারণ মানুষ। শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। তারা ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, “এমন বর্বর ঘটনার বিচার না হলে সমাজে নারীদের নিরাপত্তা থাকবে না। আমরা ধর্ষক ও নির্যাতনকারীদের ফাঁসি চাই।”
স্থানীয়দের অভিযোগ, প্রধান আসামি সোহাগ সরদার আর্থিকভাবে প্রভাবশালী হওয়ায় থানায় বিপুল অঙ্কের টাকা দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন। ফলে মামলার বিষয়ে পুলিশ তেমন কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
পুরো ঘটকচর এলাকায় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, এমন জঘন্য ও নৃশংস নির্যাতনের ঘটনা ঘটকচরে আগে ঘটেনি। এলাকার সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।
Rp / Rp
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
Link Copied