মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক পরে অস্বীকার; বিষপানে প্রেমিকার মৃত্যু
মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন ও পরে বিয়ে করতে অস্বীকার করার ঘটনায় এক তরুণীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিতু আক্তার ।
অভিযোগ উঠেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পূর্ব হাউজদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী রাশেদুল হাওলাদার।
প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন মিতু।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে মাদারীপুর সদর উপজেলার গৌরাবদী এলাকার কৃষক আলী তালুকদারের মেয়ে মিতু আক্তারের সঙ্গে রাশেদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রাশেদুল তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন।
সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে আবারও তরুণীর সঙ্গে দেখা করেন রাশেদুল। অভিযোগ অনুযায়ী, তিনি তার ভাবির সহায়তায় মিতুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে দুই রাত আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন।
এসময় ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মিতুকে ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে স্থানীয় কয়েকজন মাতব্বরের উপস্থিতিতে রাশেদুলের পরিবার কিছু অর্থ দিয়ে ঘটনাটি মীমাংসার চেষ্টা চালায়, তবে মিতুর পরিবার তা প্রত্যাখ্যান করে।
এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা মিতুকে হুমকি দিতে থাকে। লোকলজ্জা ও মানসিক চাপ সহ্য করতে না পেরে গত শনিবার মিতু বিষ পান করেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।
নিহতের মা জানান, আমার মেয়ে মরার আগে বলেছে, রাশেদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার নির্যাতন করেছে, ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে। আমি আমার মেয়ের হত্যাকারীর ফাঁসি চাই।
নিহতের স্বজনরাও অভিযোগ করেন, রাশেদুলের পরিবার টাকা ও প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
মিতুর মৃত্যুর পর অভিযুক্ত রাশেদুল ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাকিব সালমান বলেন, আমি ঢাকায় গিয়ে ভিকটিমের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা তদন্ত করছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Masum / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা