বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেওয়ায় হতবাক তার সমার্থক ও নেতাকর্মীরা
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতা, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেওয়ায় হতবাক তার সমর্থক ও নেতাকর্মীরা।
তাদের মতে, দুঃসময়ে দলের হাল যিনি ধরে রেখেছিলেন, তিনি উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন না।
আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ওপর যখন দমন-নিপীড়নের কঠিন সময়, তখনও মাঠে ছিলেন বেনজীর আহমেদ টিটো। একাধিকবার মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েও তিনি সংগঠনকে সচল রাখেন।
এক তরুণ কর্মী বলেন, “টিটো ভাইয়ের গাড়ি ভাঙচুর হয়েছিল, হামলা হয়েছে, তবুও তিনি ভয় পাননি। তিনি আমাদের শিখিয়েছেন প্রতিকূল সময়েও দলের পতাকা উঁচিয়ে রাখতে হয়।”
দলীয় সূত্র জানায়, টিটোর নেতৃত্বেই কালিহাতী উপজেলা বিএনপি নতুন প্রাণ ফিরে পায়। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠন পুনর্গঠন, ঐক্য সৃষ্টি এবং সক্রিয় কার্যক্রমের মাধ্যমে তিনি তৃণমূলকে একত্রিত করেন।
এক প্রবীণ নেতা বলেন, “যখন কালিহাতীতে বিএনপির হাল ধরার কেউ ছিল না, তখন টিটো ভাই-ই নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু নেতা নন, তিনি আমাদের ভরসা ও আশা।”
স্থানীয় বিশ্লেষকদের মতে, বেনজীর আহমেদ টিটো শুধু সংগঠক নন—তিনি অভিজ্ঞ, ত্যাগী ও জনসম্পৃক্ত রাজনীতিক। তাঁর জনপ্রিয়তা ও মাঠের গ্রহণযোগ্যতা বিএনপিকে এই আসনে শক্ত অবস্থানে আনতে পারত।
একজন বিশ্লেষক বলেন, “টিটো মনোনয়ন পেলে টাঙ্গাইল-৪ আসনে বিএনপি বাস্তব লড়াইয়ের মুখোমুখি হতে পারত। এটি কৌশলগতভাবে দলের জন্য সঠিক হতো।”
স্থানীয়রা জানান, রাজনীতির পাশাপাশি টিটো সামাজিক ও মানবিক কাজেও সবসময় এগিয়ে ছিলেন।
এক সাধারণ ভোটার বলেন, “টিটো ভাই শুধু রাজনীতি করেন না, মানুষকে ভালোবাসেন। তাঁর মতো মানুষ রাজনীতিতে থাকা মানেই জনগণের পাশে থাকা।”
কালিহাতীর তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষ একটাই প্রত্যাশা করছেন—বিএনপি যেন পুনর্বিবেচনা করে বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন দেয়।
তাদের বিশ্বাস, দুঃসময়ের সেই সাহসী, ত্যাগী ও নির্যাতিত নেতার হাতেই দলের ভবিষ্যৎ নিরাপদ।
Masum / Masum
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত