ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের অবরোধ পালন
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে ভোর থেকেই অচল হয়ে পড়ে যান চলাচল। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় একাংশের নেতাকর্মীরা গাছ ফেলে এবং টায়ার জ্বালিয়ে ওই মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল ছয়টার দিকে কালকিনি ও ডাসার উপজেলার সীমানা এলাকায় গোপালপুর বাসস্ট্যান্ডের দুই পাশে এ বিক্ষোভ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে দলীয় কর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গাছ কেটে ফেলে রাখে এবং পরপর টায়ার জ্বালিয়ে শাটডাউন কর্মসূচি পালন করে। এতে উভয় দিক থেকে আসা সব ধরনের যানবাহন আটকে যায়। স্থানীয়রা আরও জানান, বিক্ষোভ চলাকালে কয়েক দফা ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা আতঙ্ক সৃষ্টি করে।
অবরোধের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কালকিনি ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, ভোর থেকে আমরা পুলিশকে সহায়তা করে সড়ক থেকে কাটা গাছ ও গুঁড়ি সরানোর কাজ করছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে মহাসড়ক অবরোধ করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। যারা এ ঘটনায় জড়িত, তাদের সনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Masum / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা