ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ঢাকাস্থ শৈলকুপার দিগনগর ইউনিয়ন কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত


আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ photo আলমগীর অরণ্য, শৈলকুপা - ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-১১-২০২৫ রাত ৮:২২

ঢাকাস্থ ঝিনাইদহের শৈলকুপার ৩নং দিগনগর ইউনিয়ন কল্যাণ সংঘ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা উন্নয়নের সাময়িক চিন্তা মাথায় নিয়ে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করে । বীরমুক্তিযোদ্ধা জেড এ ওয়াহেদ এর সভাপতিত্বে সকাল ৮ টায় ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করা হয়। ২০ সদস্যের চৌকস একদল অভিজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে রোগী দেখেন। দিগনগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী, পুরুষসহ নানা শ্রেণীপেশার ২ সহস্রাধিক সাধারণ রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সংগঠনের একঝাঁক মেধাবী উদ্দ্যোক্তা সকাল থেকেই দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রমের আয়োজন করে। হড়রা গ্রাম থেকে সেবা নিতে আসা নাসরিন নাহার বিনামূল্যে চিকিৎসা পেয়ে জানান, এধরনের কার্যক্রমে এলাকার অনেক দু:স্থ মানুষের উপকার হবে। সিংহনগর গ্রামের তোরাব আলী বলেন, এ সংগঠনের ব্যবস্থাপনা ভাল এবং উদ্দ্যোগটি প্রশংসার দাবি রাখে। সংগঠনের কোষাধ্যক্ষ ও আয়োজনের সদস্য সচিব আব্দুর রহমান লিটন জানান প্রথমবারের মত এধরনের কার্যক্রম হাতে নেয়া হয়েছে, ভবিষ্যতে এর কলেবর বৃদ্ধি করা হবে। তিনি আরো বলেন প্রধান পৃষ্ঠপোষক রানা গ্রুপের সিও টনি আজাদ তাদের গোটা কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। সাংগঠনিক সম্পাদক কেমিস্ট শাহাব উদ্দিন শিহাবের সার্বিক পরিচালনায় সংগঠনের সাধারণ সম্পাদক ফারুকুর রশীদ, সাইফুল ইসলাম, শান্ত হোসেনসহ একঝাঁক মেধাবী প্রগতিশীল চিন্তার সমাজকর্মীরা উপস্থিত থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সামাজিক ও মানবিক কর্মকান্ডে চলমান এ সংগঠন আগামীতে আরো সৃষ্টিশীল কাজে নিয়োজিত হবে। বিদ্যালয় প্রাঙ্গন ছিল সকাল থেকেই নান্দনিক ও উৎসবমুখর। শতশত নারী-পুরুষ শৃঙ্খলার সাথে লাইন ধরে সেবা গ্রহন করেন। সংগঠনের একাধিক সদস্য জানান, মানবতার সেবায় নিয়োজিত সদস্যরা হাসিমুখে নিজ নিজ দায়িত্ব নিয়ে মানবিক ও সামাজিক কর্মকান্ডে ফ্রি মেডিকেল ক্যাম্পিং-এ নিয়োজিত রয়েছে। স্বেচ্ছায় মানুষের কল্যানে নিবেদিত এ সংগঠনটি দিনে দিনে শৈলকুপার গণমানুষের সংগঠনে রূপান্তর হতে পারে। দিনটিকে ঘিরে এ ক্যাম্পিং এ শৈলকুপার ডক্টরস ল্যাব বিনামূল্যে মেডিকেল টেস্ট-এ সহযোগিতা করেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে সিনিয়র জুনিয়র অনেক সদস্য ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Masum / Masum

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত