ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আজ অসহায় মানুষেরা চিৎকরা করে বলে, ফ্যাসিবাদের আমলে ৫টাকা, চাঁদা দিলে এখন ২০ টাকা দেওয়া লাগে। আমরা কোথা থেকে মুক্তি পেলাম। যারা চাঁদাবাজী করছেন, তাদের বিপরীতে একটি ঐক্যবদ্ধ সুসংঘবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য মানুষ আজ ফুসে উঠেছে। তারা ক্ষন গুনছে, ফেব্রুয়ারী মাস আসলে, তারা তাদের রায় ন্যায় আর ইনসাফের পক্ষে দিবে। চাঁদাবাজের বিরুদ্ধে মানুষকে বিপ্লব করতে হবে।
তিনি আরও বলেন, কালো টাকার দৌরত্ব আর বিদেশ থেকে অস্ত্র ঢুকিয়ে এদেশের মানুষকে জিম্মি করে ভোট কেন্দ্র দখল করে, ক্ষমতার পালা বদলের মাধ্যমে তারা তাদের মত করে দেশকে সন্ত্রাসীর সর্গরাজ্যে পরিনত করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ তা করতে দিবে না।
শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ আব্দুর আজিজ মোমোরিয়াল স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। আর তার কন্যা ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য সব থেকে বড় অভিশাপ। সে বাংলাদেশের মানুষকে লাঞ্চিত করেছে, হত্যা করেছে। তবে বাংলাদেশের মানুষ তার রক্ত চক্ষু ভয় পায়নি। জীবনের বিনিময়ে তাকে ক্ষমতা থেকে নামিয়ে ছেড়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা শাখার শূরা সদস্য অধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেরা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম। সমাবেশে আরও বক্তব্য দেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে জামায়াতের প্রার্থী এ্যাড. আব্দুল ওয়াদুদ, বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহাদাত হোসেন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবির প্রমুখ।
বক্তারা বলেন, আগামীতে বৈষম্যহীণ ও নতুন বাংলাদেশ তৈরির একটি সুযোগ মানুষের সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের প্রতিক হিসেবে সারাজীবন মানুষের পাশে ছিল। আগামীতে ক্ষুদা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ইসলাম এবং জামায়াতের পক্ষে থাকার আহবান জানান বক্তারা।
সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশকে জামায়াতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেখছেন।
Ahad Hossain / Ahad Hossain
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত