মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ঘোষিত প্রার্থীর মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ মাগরিব শিবচরের ঐতিহাসিক হাতিরবাগান মাঠ থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়েক হাজার মানুষের অংশগ্রহণে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
গত ৩ নভেম্বর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের ঘোষিত তালিকায় মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীতে ‘অনিবার্য কারণে’ তাঁর মনোনয়ন স্থগিত করা হয়। পরে ৪ ডিসেম্বর প্রকাশিত নতুন তালিকায় শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী নাদিরা আক্তারকে নতুন প্রার্থী ঘোষণা করলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলে শিবচরের রাজপথ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা স্লোগান দেন—এই মনোনয়ন মানি না,নমিনেশন ফেরত চাই,ধানের শীষ চাই—যোগ্য প্রার্থী কামাল জামান নূরউদ্দিন মোল্লা ভাই”।
হাতিরবাগান মাঠ থেকে শুরু হওয়া এ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ঘোষিত প্রার্থীর নাম বাতিলের কারণ স্পষ্ট নয়। তাঁদের দাবি—কামাল জামান নূরউদ্দিন মোল্লা একজন জনপ্রিয়, পরিশ্রমী ও গ্রহণযোগ্য নেতা; তাই তাঁকেই ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচনে পাঠানো উচিত। এসময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন—বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোল্লা সাজু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাদবর, শিবচর পৌরসভার সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিমসহ শিবচরের ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।
মিছিলে নেতৃত্ব দেওয়া কামাল জামান নূরউদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন,
গত ১৭ বছর ধরে দলীয় রাজপথে নিয়মিত সক্রিয় থেকেছি। দলের নির্দেশে আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে একাধিক মামলার আসামি হয়েছি, দীর্ঘদিন বাড়িতে যেতে পারিনি। শিবচরের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নিয়মিত সমাবেশ করেছি। এমন জনপ্রিয়তা ও ত্যাগের পরও মনোনয়ন বাতিল হওয়ায় আমি অত্যন্ত মর্মাহত।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি—নেতাকর্মীদের দাবি ও স্থানীয় জনপ্রিয়তাকে মূল্যায়ন করে খুব দ্রুতই আমার মনোনয়ন ফিরিয়ে দেওয়া হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করে মাদারীপুর-১ আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই।
Masum / Masum
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা