সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী নির্বাচিত
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫–২০২৭) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রূপান্তর ও এসএ টিভির মানিকগঞ্জ প্রতিনিধি হাসান ফয়জী।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামের মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশেবিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মো. শহীদুল ইসলাম সুজন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি পদে জাহাঙ্গীর আলম সহ-সভাপতি পদে দৈনিক যায়যায়দিন-এর সাটুরিয়া প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ কোষাধ্যক্ষ পদে দৈনিক বাংলার সাটুরিয়া প্রতিনিধি মাহমুদুল হাসান মনি নির্বাচিত হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন হাসান ফয়জী। এছাড়া যুগ্ম সম্পাদক পদে দৈনিক সমাবেস -এর সাটুরিয়া প্রতিনিধি আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক খোলা কাগজ-এর সাটুরিয়া প্রতিনিধি সিরাজুল ইসলাম সিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের সাটুরিয়া প্রতিনিধি মাহবুবুর রহমান রানা এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি মো. হৃদয় মাহমুদ রানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংগঠনের ৮টি সাংগঠনিক পদের মধ্যে ৩টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং বাকি ৫টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রেসক্লাবের মোট ২০ জন সদস্যের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শহীদুল ইসলাম সুজন। নির্বাচন কমিশনার ছিলেন আশরাফুল আলম লিটন ও জাহিদুল হক চন্দন।
এর আগে সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা হলরুমে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানো।
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী, কোষাধ্যক্ষ শাহীন তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া সাটুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা খান, সিনিয়র সদস্য মোহাম্মদ লুৎফর রহমান ও শহীদুল ইসলাম খোকন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ঘিওর, দৌলতপুর, ধামরাইসহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
Masum / Masum
বাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ
বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত
সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক ফয়জী নির্বাচিত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
বাগেরহাটে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন
লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন
লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১
মানিকগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল সদরের বিএনপি প্রার্থী বাতিলের দাবীতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল
বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত