ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নানা কর্মসূচিতে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন


শাহাদাত হোসেন,  মাদারীপুর  photo শাহাদাত হোসেন, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১২-২০২৫ রাত ১০:৪১

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিবসটির কর্মসূচি শুরু হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুর, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ ও মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিজয় মেলার আয়োজন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা আজরিন তন্বী, মাদারীপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী এবং জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক হাবিবুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা গ্রহণ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Masum / Masum

নানা কর্মসূচিতে মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন

মাদারীপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ

মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বিএমইউজে ফেনীর শ্রদ্ধা নিবেদন

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত

বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদ টাঙ্গাইল জেলা শাখার বিজয় দিবস পালিত

লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

শরীয়তপুরে এনসিপির বর্নাঢ্য বিজয় র‍্যালি

আড়িয়াল খাঁ নদীতে হনুফার নিথর দেহ

বাগেরহাটে তেল ও ডাল ফসলের উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা

পটুয়াখালীর বাউফলে মশাল মিছিল

মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত