মাদারীপুরে আব্বাস চৌধুরী হত্যার বিচারের দাবিতে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
মাদারীপুরের ডাসার উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। নিহত আব্বাস ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। তাঁর মৃত্যুর খবরে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, খাতিয়াল গ্রামে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ জানুয়ারি) আনোয়ার জমাদ্দারের সমর্থকদের বিরুদ্ধে আব্বাস চৌধুরীর ওপর হামলার অভিযোগ ওঠে। হামলার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহত অবস্থায় স্থানীয়রা আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। অবশেষে রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খাতিয়াল গ্রামসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সম্ভাব্য সহিংসতা এড়াতে সাধারণ মানুষ চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুর থেকে নিহত আব্বাসের মরদেহ সামনে রেখে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। বিক্ষোভকারীরা আব্বাস হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান। তাঁদের দাবি, দ্রুত বিচার না হলে এলাকায় বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আব্বাস চৌধুরীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কার্যক্রম চলছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
এদিকে এলাকাবাসী দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
Masum / Masum
মহাদেবপুরে বিনিয়োগের ৩৩ কোটি টাকা আদায়ের দাবীতে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচী পালন
লালমনিরহাটে বিজিবির অভিযানে ইউএসএ তৈরী পিস্তল ও গুলি উদ্ধার
সন্ত্রাস, চাদাবাজ ও নৈরাজ্য মুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবেঃ ব্যারিস্টার জাকির
বাংলাদেশ মহিলা পরিষদ বাগেরহাট শাখার শোক
নদী ভাঙন রোধে পাটুরিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন
রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি --- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী-৫ আসনে এমপি প্রার্থীর গাড়ির সঙ্গে শিক্ষার্থীবাহী গাড়ির সংঘর্ষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা ১ আসনের হাতপাখা মার্কার পথসভা
বাগেরহাটে স্বাস্থ্য বিষয়ক অলিম্পিয়াড অনুষ্ঠিত
দুর্নীতির পাতা ধরে টানাটানি করবো না, শিকড় ধরে তুলে ফেলবো -- ডা. শফিকুর রহমান
বাগেরহাটে ধানের শীষের প্রার্থী নির্বাচনী জনসভা
বাইউস্টে “Advancing Quality Assurance in Higher Education: Integration of TLA, CPD, and Academic Strategic Plan’’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত