কুষ্টিয়ায় জাল মুক্তিযোদ্ধা সনদের নিউজ সংগ্রহে সাংবাদিকের উপর হামলা
কুষ্টিয়ার দৌলতপুরে চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টার শরীফ উদ্দিন বিশ্বাস ও ক্যামেরা পার্সন সুমনের ওপর হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে এক ব্যাক্তির মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে প্রশাসন ক্যাডারে চাকরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তারা। এ সময় টেলিভিশন চ্যানেলটির ক্যামেরাসহ অন্যান্য সম্প্রচার যন্ত্রপাতি ভাংচুর করা হয়। শরীফ উদ্দিন বিশ্বাস কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়শনের সভাপতি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি। আর ক্যামেরাপারসন সুমন কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও হামলার শিকার হয়েছে স্থানীয় পত্রিকার সাংবাদিক খন্দকার আহসান হাবিব বিদ্যুৎ।শরীফ বিশাস বলেন, হামলাকারীরা মারধর করে দীর্ঘক্ষণ অবরূদ্ধ করে রেখেছিলো তাদের। স্থানীয় থানা থেকে শুরু করে পুলিশের শীর্ষ পর্যায়ে জানানো হলেও তাদের তাৎক্ষণিক উদ্ধার করতে যাননি তারা। ২ ঘন্টা পরে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করলেও হামলাকারীদের গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে এই হামলার প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এই কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ে গ্রেপ্তার না হলে শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান এবং রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের সভাপতি নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান। তার সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বৈশাখী টেলিভিশনে প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মিলন উল্লাহ, নির্বাহী সদস্য বাংলাভিশনের হাসান আলী, এসএ টিভির নুর আলম দুলাল, আরটিভির শেখ হাসান বেলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক দেশ টিভির নাহিদ হাসান তিতাস, সাংগঠনিক সম্পাদক এনটিভির সাবিনা ইয়াসমিন শ্যামলী, কোষাধ্যক্ষ একাত্তর টিভির শাহীন আলী, ক্রীড়া সম্পাদক মোহনা টিভির মিলন খন্দকার, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, ডেইলি স্টারের রিপোর্টার আনিস মন্ডল, নেক্সাস টিভির মেজবা উদ্দিন পলাশ, এখন টিভির সোহেল পারভেজ, ঢাকা পোস্টের রাজু আহমেদ, কুষ্টিয়া টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি এনটিভির আসিফুুজ্জামান সারফু, সাংবাদিক মিজানুর রহমান ভিজা, খালিদ সাইফুল, আরফিন সাগর ও একলাস হোসেনসহ অন্যান্যরা। উক্ত সভায় সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এ ব্যাপারেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সন্ধ্যায় বলেন, ভুক্তভোগীরা চিকিৎসা শেষে থানায় অবস্থান করছেন। মামলার প্রস্তুতি চলছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Masum / Masum
সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী
মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল
ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল
বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন
ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত
স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু
গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু
নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম
মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
Link Copied