ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

খানাখন্দেভরা পৌরসভার চার কিলোমিটার পাকারাস্তা, বরাদ্দ না থাকায় দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ


জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী  photo জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী
প্রকাশিত: ২৪-৫-২০২৫ বিকাল ৫:২১

রাজশাহীর দুর্গাপুর পৌরসদর থেকে চৌবাড়ীয়া গ্রাম পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পাকা রাস্তার একেবারে করুণ অবস্থা। খানাখন্দে ভরা এই রাস্তাটি বর্তমানে যানচলাচলে প্রায়ই অনুপযোগী হয়ে পড়ছে। ফলে প্রায়ই ঘটছে দূর্ঘটনা। 

গত ১০ বছরের পুরাতন এই রাস্তাটি সংস্কারের জন্য বারবার তাগাদা দিলেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ এলাকাবাসীর। ফলে কয়েক গ্রামের লোকজন পড়েছেন চরম বিপাকে।

শনিবার সরেজমিন দুর্গাপুর সদর থেকে চৌবাড়ীয়া গ্রাম পর্যন্ত ঘুরে দেখা গেছে পুরাতন এই পাকা রাস্তাটি একেবারে যানচলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। কয়েক হাত পরপর খানাখন্দে জ্বরাজীর্ণ  অবস্থা।  অনেক জায়গা পথচারীরা গাড়ি থেকে নেমে হেঁটে পার হচ্ছেন রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, এই রাস্তাটি পৌরসভার মেইন রাস্তা গুলোর একটি। এই রাস্তা দিয়ে পাশ্ববর্তী পুঠিয়া উপজেলার লোকজনও যাতায়াত করেন। ১০ বছর আগে এই রাস্তা পাকাকরণ করা হয়। তার বছর দুই তিনেক পরই পাকা রাস্তাটি ভাঙতে শুরু করে। বিগত ৭ বছর যাবত দুই উপজেলার লোকজন এই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করছেন। বর্ষাকাল এলে রাস্তার বড় বড় খানাখন্দে পানি জমে থাকে। তখন দুর্ভোগ আরও বাড়ে।

পৌরসদর বহরমপুর গ্রামের বাসিন্দা আবেদ আলী জানান, মাঝে মাঝেই রাস্তার মাপজোখ করতে আসে লোকজন। শুনি বাজেটও হয়েছে অনেকবার। কিন্তু সংস্কার করতে আসে কেউ নি। পৌরসভার অন্যান্য রাস্তার কাজ ঠিকই হচ্ছে। আমাদের এই রাস্তার কাজ আর হয় না।  আমরা কৃষি পর্ণ্যসহ ভারী মালামাল বাজার নিতে পারি না। দ্রুত রাস্তাটির সংস্কার চাই।

একই গ্রামের আরেক বাসিন্দা ভ্যানচালক ফরহাদ হোসেন বলেন, সাত বছর ধরে কষ্টে আছি। কে শুনবে আমাদের কথা। এই রাস্তায় ভ্যানগাড়ী চালাতে গিয়ে প্রতিদিন আমার ভ্যানগাড়ী নষ্ট হয়। ভ্যানগাড়ীর যাত্রী পরিবহনে যা ভাড়া পাই। অনেক সময় তার অর্ধেক টাকা ভ্যানগাড়ী মেরামত করতে লেগে যায়। রাস্তা খারাপ হওয়ায় অনেক ভ্যানচালক এই রাস্তা ভ্যানগাড়ী চালাতে চায় না।

চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা ওয়াইজুল বলেন, হাটবারের দিন আসলে আমাদের ভোগান্তির শেষ নাই। কৃষকেরা তাদের পর্ণ্য বাজারে নিতে বেগ পেতে হয়। রাস্তা খারাপ হওয়ায় সময়মত যানবাহন পাওয়া যায় না। রাস্তাটা এতোই খারাপ যে গাড়িতে যাওয়া দূরের কথা, হেঁটে যাইতে কষ্ট হয় সকলের।

এ ব্যাপারে দুগার্পুর পৌরসভার প্রকৌশলী সাহাবুল হক বলেন, বরাদ্দ নেই। এজন্য সংস্করণে দেরি হচ্ছে। এ রাস্তার জন্য আবার প্রস্তাবনা পাঠানো হয়েছে।

জানতে চাইলে দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ জানান, এই রাস্তা বিষয়ে অবগত আছি। সম্প্রতি এই রাস্তাটি পরিদর্শন করেছি। বেশ খারাপ অবস্থা দেখেছি। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা বলে রাস্তাটি দ্রুত কিভাবে পাকাকরণ করা যায় সেই ব্যবস্থা গ্রহন করব।

Rp / Rp

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন

লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন

লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১

মানিকগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদরের বিএনপি প্রার্থী বাতিলের দাবীতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল

বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাটে শিশুদের অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে বিষয়ক কর্মশালা

বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে চিকিৎসকের মর্মান্তিক আত্মহত্যা