ঢাকা রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

দুর্গাপুরে সুষ্ঠুভাবে এইচ এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ; অনুপস্থিত ৪১ জন


জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী  photo জুবায়ের তুহিন দুর্গাপুর, রাজশাহী
প্রকাশিত: ২৬-৬-২০২৫ রাত ৮:৫২

সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। রাজশাহী দুর্গাপুরেও এ পরীক্ষা এক যোগে অনুষ্ঠিত হয়েছে। এবারে এ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১হাজার ১১২জন। তবে অংশ নিয়েছেন ১হাজার ৭১জন। অনুপস্থিত ৪১জন। 

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে কারিগরি বোর্ডের অধিনে অনুষ্ঠিত আলিপুর টেকনিক্যাল বিএম কলেজ কেন্দ্রে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পুর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

দুর্গাপুর ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ২৪৩ জন, অনুপস্থিত ৭জন। দাওকান্দি সরকারী ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ১৬০ জন, অনুপস্থিত ১৮ জন। দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে উপস্থিত ৩৭১ জন, অনুপস্থিত ৩ জন। দুর্গাপুর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে উপস্থিত ১১৬ জন, অনুপস্থিত ১০ জন। এছাড়াও আলিপুর টেকনিক্যাল বিএম কলেজ উপস্থিত ছিলো ১৮৪ জন ,অনুপস্থিতি ছিলেন ৩জন।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন পরীক্ষা কন্দ্রেগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এসময় তিনি বলেন, এইচএসসি প্রথম পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ে স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষা দিয়েছেন। আশাকরি সবগুলো পরিক্ষা আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রশাসন ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে।

এদিকে দেখা গেছে অভিভাবকরা সকাল সকাল সন্তানদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন। পরীক্ষা চলাকালীন সময়ে অনেক কেন্দ্রে বাহিরে দেখা যায়, মা-বাবাসহ অন্যদের সূর্যের তাপে কিংবা ছায়ার নিচে সন্তানের অপেক্ষায় বসে আছেন।

‎পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মুখে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ প্রশ্নপত্র সহজ হওয়ায় খুশি, আবার কেউ কেউ কয়েকটি প্রশ্ন নিয়ে সংশয়ে রয়েছেন। তবে মোটের উপর বেশিরভাগ শিক্ষার্থীই প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল পুলিশ, বিএনসিসি, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরীক্ষাকেন্দ্রের আশপাশে ছিলো কঠোর নজরদারি ও নিরবিচ্ছিন্ন তদারকি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Masum / Masum

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন

লোহাগড়ায় ৫ দিনব্যাপী ১২ তম নড়াইল জেলা কাব-ক্যাম্পুরীর উদ্ধোধন

লোহাগড়া যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের বহিস্কার আদেশ প্রত্যাহার

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১

মানিকগঞ্জে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদরের বিএনপি প্রার্থী বাতিলের দাবীতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল

বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

বাগেরহাটে শিশুদের অনলাইন যৌন নির্যাতন প্রতিরোধে বিষয়ক কর্মশালা

বাগেরহাটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নাগরপুর ইসলামী আন্দোলনের কর্মী সমাবেশ

প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলতে বলতে চিকিৎসকের মর্মান্তিক আত্মহত্যা