শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অভিযান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারাদেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ ও নীলফামারীসহ বিভিন্ন জেলায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাভারের আমিনবাজারে পরিচালিত মোবাইল কোর্টে ০৯টি যানবাহন পরীক্ষা করে ০৫টি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও ০৯টি হর্ন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।
অপরদিকে, ঢাকার কুড়িল বিশ্বরোড খিলক্ষেত এলাকায় বিআরটি’র সহযোগিতায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ০৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পূর্বে একই অপরাধে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ০৪টি বাস ও ০২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১১টি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।
কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণ কাজে আইন লঙ্ঘনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অধীনে ২০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে আইন মেনে নির্মাণ কার্য পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া নীলফামারীর বাইপাস মোড়ে পরিচালিত অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ০৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ০৫টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে চালকদের সতর্ক করা এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে সারাদেশে অব্যাহত থাকবে।
Rp / Rp

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নয়লি ফাউন্ডেশনের আয়োজনে নারী উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দিলেন অভিনেত্রী দিলারা জামান

বাগেরহাটে বিআরটিসি গাড়ির অবৈধ কাউন্টার ও মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র, নসিমন, করিমন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্শকদের ভোট দিবে না-- সৈয়দ মুফতি ফজলুল করিম

বাগেরহাটে যুবদল নেতার সুজনের উদ্যোগে রাস্তা সংস্কার

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ

টাঙ্গাইলে নবগঠিত ট্রাক মালিক সমিতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে 'নাগরিক' প্রকল্প এর রামপাল উপজেলা নাগরিক ফোরাম গঠিত

লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংবাদিকদের সাথে মতবিনিময়

ছাগল মোটাতাজাকরণে স্বনির্ভরতা অর্জন করছে লালমনিরহাটের পরিবারগুলো

প্রেমের টানে বাংলাদেশে, প্রতারণার শিকার হয়ে দেশে ফিরল ভারতীয় তরুণী

মোড়েলগঞ্জ অনলাইন রিপোর্টার্স ইউনিটির আহবায়ক শিব্বির, সদস্য সচিব লিয়াকত
