ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

আন্দোলনের ঐক্যকে পুনরুজ্জীবিত করার জন্য ন্যামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ


আলী আহসান রবি photo আলী আহসান রবি
প্রকাশিত: ১৬-১০-২০২৫ দুপুর ১০:৫৭

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ ন্যাম সদস্যদের মধ্যে ঐক্য এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সংস্কারের আহ্বান জানিয়েছেন যাতে তাদের ভাগ করা দুর্বলতাগুলি আরও ভালভাবে মোকাবেলা করা যায়।

 

উগান্ডার কাম্পালায় ন্যামের ১৯তম মধ্য-মেয়াদী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে জনাব হোসেন বলেন যে, গত বছরের গণঅভ্যুত্থানের পর, বাংলাদেশের জনগণ প্রতিষ্ঠানকে শক্তিশালী করার, অধিকার নিশ্চিত করার এবং জবাবদিহিতা বজায় রাখার জন্য সংস্কার গ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। তিনি আরও বলেন, একটি শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য নারীর ক্ষমতায়ন এবং যুবশক্তিকে কাজে লাগানো এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

পররাষ্ট্র উপদেষ্টা ন্যাম সদস্যদের প্রতিষ্ঠাতা আদর্শ - সাম্য, সংহতি এবং ন্যায়বিচার - গড়ে তোলার জন্য ভাঙন এবং অবিশ্বাসের চেয়ে ঐক্যের উপর বেশি মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। "যখন আমরা জাতিসংঘ জুড়ে সংস্কার নিয়ে আলোচনা করছি, তখন আমাদের ন্যামের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও সুগম করার কথা বিবেচনা করা উচিত যাতে আন্দোলনের ঐক্য পুনরুজ্জীবিত হয়," তিনি আরও বলেন।

 

বিকালে, জনাব হোসেন ফিলিস্তিন বিষয়ক ন্যাম মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন, যার বাংলাদেশও সদস্য। তিনি ফিলিস্তিনি স্বার্থের প্রতি বাংলাদেশের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। গাজায় সম্প্রতি সম্মত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে তিনি ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে পূর্ব জেরুজালেম ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে।

 

পররাষ্ট্র উপদেষ্টা দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত মানবিক দায়িত্বের প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের নিজস্ব দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সহায়তা করার আহ্বান জানান।

 

সম্মেলনের ফাঁকে, পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ এবং উগান্ডার মধ্যে পররাষ্ট্র দপ্তর পরামর্শ শুরুর বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসরে নিয়মিত আলোচনা প্রতিষ্ঠার একটি ব্যবস্থা।

 

কাম্পালায় অনুষ্ঠিতব্য ন্যামের ১৯তম মধ্য-মেয়াদী মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সম্মেলন শেষে আগামীকাল (১৬ অক্টোবর) একটি রাজনৈতিক ঘোষণার পাশাপাশি ফিলিস্তিন বিষয়ে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণা গৃহীত হবে বলে আশা করা হচ্ছে।

Masum / Masum

টিসিবির মাধ্যমে দেশীয় চিনি বিক্রি শুরু হয়েছে এবং তা চলমান থাকবে'-শিল্প উপদেষ্টা 

বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন

অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি

চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন

'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ

হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে  খায়রুল আলম রফিক

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা