উদ্ভাবন, উদ্যোগ ও নৈতিক নেতৃত্বে এগিয়ে আসতে হবে তরুণদের - শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা ও নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে— যাতে তারা নিজেদের দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।
তিনি আজ রবিবার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতা প্রদানকালে এ আহ্বান জানান। অনুষ্ঠানে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং ওআইসি সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওআইসি-এর সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) হিজ এক্সেলেন্সি অ্যাম্বাসেডর আফতাব আহমেদ খোখের, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান (সমাবর্তন বক্তা), এবং আইইউটি’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
আইইউটির প্রতি বাংলাদেশের অঙ্গীকার---
প্রফেসর ড. আবরার বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়— যা বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
“বাংলাদেশ সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে,” তিনি বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষা কোনো ব্যয় নয়; এটি হলো শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ।”
ভবিষ্যতের জন্য দক্ষ তরুণ গড়ে তোলা---
শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম পরিচালনা করছে।
> “আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে তৈরি করবে,” তিনি উল্লেখ করেন।
তিনি তরুণদের প্রতি আহ্বান জানান—
“যদি সবাই চাকরির অপেক্ষা করে, তবে কর্মসংস্থান সৃষ্টি করবে কে? ওআইসি দেশগুলোর এখন প্রয়োজন চাকরিপ্রার্থী নয়, চাকরিদাতা তরুণদের।”
বিশ্বাস, নৈতিকতা ও অন্তর্ভুক্তি----
ড. আবরার ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদের স্মরণ করেন, বিশেষভাবে আইইউটি অ্যালামনাই জাহিদুজ্জামান তানভিন-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি আইইউটির নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সমাজের অগ্রগতির জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমাদের শিক্ষা একটি আমানত— এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, আর সহমর্মিতা হোক তোমার শক্তি।”
Rp / Rp
বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধন
অমানবিক পুশইনের শিকার বহুল আলোচিত অন্তঃসত্তা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের নিকট হস্তান্তর করলো বিজিবি
চুয়াডাঙ্গায় শহিদ শাহরিয়ার শুভ'র কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন
'আইএলও' তিনটি কনভেনশন একসঙ্গে অনুসমর্থন এক ঐতিহাসিক সিদ্ধান্ত--- শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে চিন্তাভাবনা করছে সরকার - স্বরাষ্ট্র উপদেষ্টা
কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ
হিমালয় অঞ্চলে জলবায়ু সহনশীলতা গড়তে পানি ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারের আহ্বান --পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
টাঙ্গাইলের মধুপুরে ৮৮টি দায়েরকৃত বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
সাংবাদিক নির্যাতন ও কারাবন্দি আনোয়ার হোসেনকে দেখতে কুড়িগ্রামে খায়রুল আলম রফিক
খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা
পরিবেশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে অন্তর্বর্তী সরকার— পরিবেশ উপদেষ্টা