ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বড় প্রকল্পের পিডি নাজমুল হুদা


রফিকুল ইসলাম, বিশেষ প্রতিবেদক  photo রফিকুল ইসলাম, বিশেষ প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৮-২০২৪ দুপুর ১:৪৪

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি বড় প্রকল্প ডাবল লিপটিং সেচ সম্প্রসারণ প্রকল্প  যার পিডি  হয়েছেন ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা নাজমুল হুদা। তিনি সহকারী প্রকৌশলী হলেও বি এম ডি এর প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর চলতি দায়িত্বে  ছিলেন । বিএমডি এর সহকারী প্রকৌশলীদের মধ্যে নাজমুল হুদার অবস্থান ২০ তম এবং বিএমডিএর প্রকৌশলী কর্মকর্তাদের মধ্যে তার অবস্থান ৪৭ তম।

সূত্র বলে বিএমডি এর পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ে প্রধান প্রকৌশলী আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ ও চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হুদার নাম প্রকল্প পরিচালক হিসেবে সুপারিশ দিয়ে মন্ত্রণালয় পাঠানো হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় চলতি দায়িত্বের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হুদার নাম প্রস্তাব দেওয়ার ইচ্ছা বিএমডিএ কর্তৃপক্ষের ছিল না।  কিন্তু নাজমুল হুদা ততকালীন লুটতরাজ সরকারের কৃষি সচিব ওয়াহিদা আক্তার শিলা কে  Ed- আব্দুর রশিদের মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে তার নাম প্রস্তাব দেওয়া হয়। সুস্পষ্ট জেস্ঠতা লংঘন করে সে ভাগিয়ে নেয় ৫২০ কোটি টাকার প্রকল্প। এই বিতর্কিত কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়ার পরে বি এম ডি এর ভেতরে একটা ক্ষোভের সৃষ্টি  হয়। তখন সকল প্রকৌশলীগন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নির্বাহী  পরিচালকদের কাছে মৌখিকভাবে এর প্রতিবাদ জানায়। তবে চাকরিবিধি শৃংখলার কারণে প্রতিবাদকারী কর্মকর্তাগন প্রকাশ্যে   মিডিয়াতে কোন কিছু বলতে চায়নি। 

সূত্রমতে বিএমডিএ তে প্রকল্প পরিচালক নিয়োগের জন্য একটি নীতিমালা রয়েছে । নীতিমালার ৪(৪) অনুচ্ছেদে স্পষ্ট করে বলা হয়েছে জাতীয় বেতন স্কেলের পঞ্চম গ্রেড এর নিচে নয় এমন কর্মকর্তাকে প্রকল্প  পরিচালক নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে চলতি দায়িত্বে থাকা নাজমুল হুদার মতো ষষ্ঠ গ্রেডের একজন  কর্মকর্তা কোনভাবেই এত বড় একটি প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ পেতে পারেনা। সে তখনকার  সচিব ও ED আব্দুর রশিদকে ম্যানেজ করে জেষ্ঠতা লঙ্ঘন করে এত বড় প্রকল্প ভাগিয়ে নেয় । সেখানে মন্ত্রণালয় নিয়ম নীতির তোয়াক্কা করে না। 

নীতিমালা ৩ এর ২ (খ) অনুচ্ছেদে বলা হয়েছে,  কোন কর্মকর্তাকে প্রকল্প পরিচালক করতে হলে মানদণ্ড হিসেবে শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা, প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অভিজ্ঞতা, প্রক্রিউমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণ ও দক্ষতা বিবেচনায় নিতে হবে। জানা যায় নাজমুল হুদার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত অতীতে কোন অভিজ্ঞতা নেই। নীতিমালার ৪(৪) অনুচ্ছেদে আরও বলা আছে  ক্রয়সংক্রান্ত বিধানাবলি, প্রকল্প বাস্তবায়ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ,  বাস্তবায়ন কাজে অভিজ্ঞ ও পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অভিজ্ঞ কর্মকর্তাকে প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে পিডি হতে আগ্রহী প্রধান প্রকৌশলী আবুল কাশেম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, নাজমুল হুদার চেয়ে অনেক বেশি সিনিয়র ও অভিজ্ঞ। 

যানাযায় ডাবল লিপটিং পদ্ধতিতে বরেন্দ্র  অঞ্চলে পদ্মার পানি সরবরাহ ও সেচ সম্প্রসারণ প্রকল্পটি অতি ঝুঁকিপূর্ণ ও উচ্চ  কারিগরি ভাবে জটিল। এই ধরনের একটি প্রকল্পে অনভিজ্ঞ কর্মকর্তাকে পরিচালক দেওয়ার ফলে সরকার ও দেশের জনগণের ক্ষতির আশঙ্কা থেকেই যায়।  সুত্রবলে এই কনিষ্ঠ কর্মকর্তা লুটতরাজ আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নে এখনো প্রশাসনে বসে নীল নকশা আকছে । জানাযায় সে নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নির্দেশে অর্থের যোগান দিতেন। 

তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও তার স্ত্রীর সাথে সুসম্পর্ক থাকায় তার অনৈতিক কার্যকলাপের প্রতিবাদ কেউ করতে সাহস পেতোনা । বিএমডি এর সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের দাবি এই ক্ষমতাধর পিডি নাজমুল হুদা ও সাবেক ইডি আব্দুর রশিদ এর বিরুদ্ধে বর্তমান সরকারের কৃষি উপদেষ্টার মাধ্যমে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। 

Admin / Admin

বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত

এখন নতুন দামে আরো বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার

৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি নোট ৭০ স্মার্টফোন

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে এস এম মাহবুব আলম এর যোগদান

৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার, অবমুক্ত করা হলো বোটানিক্যাল গার্ডেনে

দীর্ঘ প্রতীক্ষার পদোন্নতি রেলওয়ের শহিদুল ইসলামের

লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত

বিএনপির সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশের সাথে সম্পর্ক, সম্ভাবনা ও বাস্তবতা