প্রকৌশলী মোঃ শাহে আরেফীনকে সাময়িক বরখাস্ততে চরম ক্ষুব্ধ প্রকৌশলী সমাজ

সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহে আরেফীন (পরিচিতি নং ৬০২২৪) ৩০তম বিসিএস কে কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ না দিয়ে এবং তাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে চরম ভাবে ক্ষুব্ধ হয়েছে দেশের প্রকৌশলী সমাজ।
জানা যায়, সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ (৩/ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইহসানুল হকের স্বাক্ষরে গত ৫ জানুয়ারি ২০২৫ ইং মোহাম্মদ শাহে আরেফীনকে সাময়িক বরখাস্ত করা হয়। মোহাম্মদ শাহে আরেফীন এর এই সাময়িক বরখাস্ত করা কে অন্যায় হিসেবে দেখছে দেশের প্রকৌশলীদের শীর্ষ সংগঠন ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। সাময়িক বরখাস্তের এই ঘটনাকে আইইবি মৌলিক মানবধিকার ক্ষুন্ন হিসেবে বর্ণনা করেছে। সেই সাথে তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।
৬ই জানুয়ারি ২০২৫ ইং আইইবি এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ সাব্বীর মোস্তফা খান স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে বলা হয়েছে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ভোটে নির্বাচিত সম্মানিত সদস্য সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহে আরেফীন কে গত ৫ জানুয়ারি ২০২৫ ইং সাময়িক বরখাস্তের বিষয়টি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। পত্রে বলা হয়েছে, মোহাম্মদ শাহে আরেফীন এর অপরাধ কি সেটা সে জানতে পারে নাই এবং তাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয় নাই। তার সাময়িক বরখাস্তকে তারা অনাকাঙ্ক্ষিত এবং মানব অধিকারের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। প্রতিবাদপত্রে আরো বলা হয়েছে মোহাম্মদ শাহে আরেফীন একজন দক্ষ মেধাবী কর্মকর্তা হিসেবে প্রকৌশলী মহলে ব্যাপক ভাবে সুপরিচিত ও সামাদৃত। তাকে কোন প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে সাময়িক বরখাস্ত আইইবি এর নির্বাহী কমিটির সকল সদস্য চরম ও গভীরভাবে উদ্বিগ্ন। বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং মত প্রকাশের স্বাধীনতার প্রত্যয় গত ৫ আগস্ট ২০২৪ ইং এর গণঅভুত্থানের মধ্য দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের সময়ে একজন প্রকৌশলীকে একতরফা প্রজ্ঞাপন জারির মাধ্যমে হরণ করা কোনভাবেই সমীচীন নয়। উক্ত ঘটনায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীসহ সারাদেশের সকল প্রকৌশলীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। প্রতিবাদ লিপিতে এই অনাকাঙ্ক্ষিত সাময়িক বরখাস্ত প্রত্যাহার করে মোহাম্মদ শাহে আরেফীন কে যথাযথ মর্যাদায় কাজে ফেরার ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এদিকে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতি মোহাম্মদ শাহে আরেফীন এর সাময়িক বরখাস্তের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। গত ৬ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো সড়ক জনপদ প্রকৌশলী সমিতির সভাপতি প্রকৌশলী ড.মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শামীম আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় গভীর উদ্বেগের সাথে জানিয়েছেন যে,সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ শাহে আরেফীনকে কোন প্রকার কারণ দর্শানোর নোটিস না দিয়েই তাকে প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা অনভিপ্রেত,আকাঙ্ক্ষিত ও চাকুরি বিধি লংঘন। প্রেস বার্তায় বলা হয়েছে মোহাম্মদ শাহে আরেফীন একজন মেধাবী প্রকৌশলী পাশাপাশি সমিতির একজন নির্বাচিত নেতাও বটে। তার কোন সমস্যা থাকলে যথাযথভাবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা যেত। কিন্তু তা না করে তাকে অন্ধকারে রেখে এ ধরনের সিদ্ধান্ত মৌলিক ও অধিকার পরিপন্থী।
Rp / Rp

বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত

এখন নতুন দামে আরো বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার

৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি নোট ৭০ স্মার্টফোন

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে এস এম মাহবুব আলম এর যোগদান

৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার, অবমুক্ত করা হলো বোটানিক্যাল গার্ডেনে

দীর্ঘ প্রতীক্ষার পদোন্নতি রেলওয়ের শহিদুল ইসলামের

লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত
