ঢাকা বৃহষ্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার পদোন্নতি রেলওয়ের শহিদুল ইসলামের


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-৬-২০২৫ রাত ১১:৩৪

আজ ১৯শে জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান  স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বদলিকৃত যায়গায় কয়েকজন কর্মকর্তা কে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয় । 

পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে মোঃ শহীদুল ইসলাম ( চিপ অপারেটিং সুপারিনটেনডেন্ট চ:দা:) বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা একজন কর্মকর্তা।  সৎ,  নিষ্ঠাবান এবং যোগ্য কর্মকর্তা হিসেবে রেলওয়ে তার অনেক সুনাম রয়েছে। বর্তমানে তাকে পদোন্নতি দিয়ে  যুগ্ম মহাপরিচালক অপারেশন( চ: দা:) বাংলাদেশ রেলওয়ে ভবন ঢাকা এর স্থানে পদায়ন করা হয়েছে।  দীর্ঘ এই প্রতীক্ষার পর তার পদোন্নতি পেয়ে রেলওয়ে তার সহকর্মীদের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখা গিয়েছে। সহকর্মীদের মধ্যে অনেকেই বলাবলি করছে,  অনেকদিন পর হলেও শহীদুল ইসলাম তার যোগ্য জায়গায় পদোন্নতি পেল। এইজন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানিয়েছে। 

এছাড়াও একই স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনাব এ এম  সালাউদ্দিন (যুগ্ন মহাপরিচালক অপারেশন চ:দা:) কে যুগ্ন মহাপরিচালক উন্নয়ন ও ট্রাফিকে, জনাব মোঃ শফিকুর রহমান (পরিচালক জনসংযোগ)  কে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট পূর্ব চ: দা:,  জনাব ফরিদ আহমেদ (সরকারি রেল পরিদর্শক)  কে মহাপরিদর্শক পশ্চিম চ:দা:,  জনাব মোঃ আমিনুল হাসান( যুগ্ম মহাপরিচালক লোকো চ:দা:) কে অতিরিক্ত মহাব্যবস্থাপক চ:দা: বাংলাদেশ রেলওয়ে রাজশাহী, জনাব মোঃ আনোয়ারুল ইসলাম (সরঞ্জাম নিয়ন্ত্রক পূর্ব,  বাংলাদেশ রেলওয়ে সিআরবি চট্টগ্রাম)  কে সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম, জনাব এস এম রাশেদ ইবনে আকবর ( সরঞ্জাম নিয়ন্ত্রক পশ্চিম চ:দা:) কে চীফ পার্সোনাল অফিসার পশ্চিম চ:দা  এর জায়গায় পদায়ন করা হয়। 

 

Masum / Masum

যশোর–খুলনা রেলপথে রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিদর্শনে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের বর্ণাঢ্য কর্মসূচি

পশ্চিমাঞ্চল রেলে যাত্রীসেবা ও নিরাপত্তায় বিশেষ মনোযোগ: ফরিদ আহম্মেদ

কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সুবক্তগীন

বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নক্ষত্র -ফাতেমা তাসনিম 

সোনার বাংলা এক্সপ্রেসে ভুয়া টিকিট দমনে রেলওয়ের বিশেষ অভিযান

সড়ক দুর্ঘটনা একটি নীরব মহামারী, যা প্রতিদিন অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে কিংবা বিকলাঙ্গ করছে----রেজাউল করিম সিদ্দিকী

রেলওয়ে টেন্ডারে একচেটিয়া আধিপত্যের অবসান, বাদ ফারাজ করিম চৌধুরীর প্রতিষ্ঠান

সংবাদ প্রকাশে ক্ষুব্ধ বিআইডব্লিউটিএ কর্মকর্তা, সাংবাদিককে প্রকাশ্যে হুমকি

২ অক্টোবর থেকে সচিবালয় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে চেকিং, সচেতনতা ও মনিটরিং কার্যক্রম চালু হচ্ছে

বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত

এখন নতুন দামে আরো বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর