মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার, অবমুক্ত করা হলো বোটানিক্যাল গার্ডেনে

বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রাজধানীর মিরপুর-১ এলাকায় পরিচালনা করেছে সফল অভিযান। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর-১ পাখির হাটে পরিচালিত এই অভিযানে মোট ৬১টি পাখি এবং ২টি কচ্ছপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে—৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক। এছাড়া উদ্ধার করা হয়েছে ২টি কচ্ছপ। অভিযান শেষে দুপুরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পাখিগুলো অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানায়, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী জানান, প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি হয়ে বিক্রি হচ্ছে, তা শুধু বেআইনি নয়—নিষ্ঠুরও বটে। তিনি জানান, উদ্ধারকৃত প্রাণীগুলো প্রাথমিক পর্যবেক্ষণ শেষে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বন অধিদপ্তর সকল নাগরিককে বন্যপ্রাণী কেনাবেচা ও খাঁচায় পোষা থেকে বিরত থাকতে এবং এ ধরনের বেআইনি কার্যকলাপের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Rp / Rp

বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর কুলখানি অনুষ্ঠিত

এখন নতুন দামে আরো বেশি সহজলভ্য অপো রেনো১৩ এফ

টোয়াব আয়োজিত দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু ৩০ অক্টোবর

ডিএফপির গবেষণাপত্রের মোড়ক উন্মোচন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আব্দুর রহমান তরফদার

৬৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি নোট ৭০ স্মার্টফোন

পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) পদে এস এম মাহবুব আলম এর যোগদান

৮২৮ ফ্যান ফেস্টিভালে ১০০০০ মিলিঅ্যাম্পিয়ারের বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি

মিরপুর পাখির হাটে বন অধিদপ্তরের অভিযান: ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার, অবমুক্ত করা হলো বোটানিক্যাল গার্ডেনে

দীর্ঘ প্রতীক্ষার পদোন্নতি রেলওয়ের শহিদুল ইসলামের

লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত
