ঢাকা শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

গোসাইরহাটে এক চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল: বেড়েছে দালালের দৌরাত্ম্য


মোঃ মোস্তফা সরদার,  শরীয়তপুর প্রতিনিধি photo মোঃ মোস্তফা সরদার, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-৮-২০২৫ দুপুর ১:৭
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্বাস্থ্যসেবার বেহাল দশা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান মিঞাকে দিয়ে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
 
বুধবার (৬ আগস্ট) সরেজমিন গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ৪১ জন। তবে চিকিৎসক রয়েছে ৮ জন। তারা সবাই দেশের বিভিন্ন হাসপাতালে প্রেষনে কর্মরত রয়েছেন। আর দুই জনের একজন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা, অপরজন দন্ত বিভাগে রয়েছেন। হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট হলেও প্রতি গড়ে রোগী ভর্তি থাকে অন্তত ৭০ থেকে ৮০ জন। এছাড়াও বর্হিবিভাগে প্রতিদিন অন্তত ২৫০ থেকে ৩০০ রোগী দেখছেন একজন চিকিৎসককে। এত রোগীর চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। অপারেশন না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রপাতি। বারবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ যোগদান করলেও কিছুদিন পরেই তারা এখান থেকে চলে যাচ্ছে কেন এ নিয়ে কথা হয় স্থানীয়দের সাথে, স্থানীয়রা জানান এক শ্রেণীর প্রভাবশালী দালাল চক্র রয়েছে, হাসপাতাল চলাকালীন সময়ে চিকিৎসকের রুমের আশপাশে ঘোরাঘুরি করে থাকে। আর কয়েকটি ঔষধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের রুমের ভেতর অবস্থান করে। এদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক বা কর্মকর্তা-কর্মচারী কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তারা প্রতিনিয়ত চিকিৎসকদের উপর চাপ প্রয়োগ করে ঔষুধ লেখার জন্য আর অসাধু প্রভাবশালীরা চিকিৎসকদের চাপ প্রয়োগ করে সবার আগে তাদের রোগী দেখার জন্য। প্রতিনিয়ত এই চাপ প্রয়োগের কারণে চিকিৎসকরা এখানে যোগদান করলেও কিছুদিন পরেই চলে যায়। কোনো চিকিৎসক থাকতে চায় না গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য গোসাইরহাট উপজেলার হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। চিকিৎসক সংকট হওয়ায় প্রতিদিন ভর্তি রোগীদের রাতে একবার দেখে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। গোসাইরহাটের মানুষের এখন চিকিৎসার জন্য একমাত্র ভরসাই এখন ডা. হাফিজুর রহমান। 
 
কয়েক রোগীর স্বজন অভিযোগ করে বলেন,
২৪ ঘণ্টার মধ্যে একবার চিকিৎসক আসেন রোগী দেখতে। চিকিৎসক বেশি থাকলে আমাদের সুবিধা হতো। তাই বাধ্য হয়েই প্রাইভেটে দেখাতে হচ্ছে। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, চিকিৎসক না থাকায় একাই আমাকে ২৪ ঘন্টা এসব রোগীর চাপ নিতে হচ্ছে। একজনের পক্ষের এত রোগীর চাপ সামলানো সম্ভব নয়। আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। সর্বশেষ সিভিল সার্জন ৩ জন চিকিৎসক পাঠানোর ব্যবস্থা গ্রহন করলেও কেউ এখানে এসে যোগদান করেনি।
 
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, ৩ জন পাঠানোর জন্য অর্ডার হয়েছে। আর হাসপাতাল দালালমুক্ত রাখতে আপনারা অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্বাস্থ্যসেবার বেহাল দশা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা মো. হাফিজুর রহমান মিঞাকে দিয়ে। রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
 
বুধবার (৬ আগস্ট) সরেজমিন গিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকার কথা ৪১ জন। তবে চিকিৎসক রয়েছে ৮ জন। তারা সবাই দেশের বিভিন্ন হাসপাতালে প্রেষনে কর্মরত রয়েছেন। আর দুই জনের একজন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা, অপরজন দন্ত বিভাগে রয়েছেন। হাসপাতাল ৫০ শয্যা বিশিষ্ট হলেও প্রতি গড়ে রোগী ভর্তি থাকে অন্তত ৭০ থেকে ৮০ জন। এছাড়াও বর্হিবিভাগে প্রতিদিন অন্তত ২৫০ থেকে ৩০০ রোগী দেখছেন একজন চিকিৎসককে। এত রোগীর চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তাই কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না রোগীরা। অপারেশন না হওয়ায় নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রপাতি। বারবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকগণ যোগদান করলেও কিছুদিন পরেই তারা এখান থেকে চলে যাচ্ছে কেন এ নিয়ে কথা হয় স্থানীয়দের সাথে, স্থানীয়রা জানান এক শ্রেণীর প্রভাবশালী দালাল চক্র রয়েছে, হাসপাতাল চলাকালীন সময়ে চিকিৎসকের রুমের আশপাশে ঘোরাঘুরি করে থাকে। আর কয়েকটি ঔষধ কোম্পানির প্রতিনিধি চিকিৎসকের রুমের ভেতর অবস্থান করে। এদের বিরুদ্ধে হাসপাতালের চিকিৎসক বা কর্মকর্তা-কর্মচারী কেউ ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তারা প্রতিনিয়ত চিকিৎসকদের উপর চাপ প্রয়োগ করে ঔষুধ লেখার জন্য আর অসাধু প্রভাবশালীরা চিকিৎসকদের চাপ প্রয়োগ করে সবার আগে তাদের রোগী দেখার জন্য। প্রতিনিয়ত এই চাপ প্রয়োগের কারণে চিকিৎসকরা এখানে যোগদান করলেও কিছুদিন পরেই চলে যায়। কোনো চিকিৎসক থাকতে চায় না গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য গোসাইরহাট উপজেলার হাজার হাজার মানুষ বঞ্চিত হচ্ছে চিকিৎসা সেবা থেকে। চিকিৎসক সংকট হওয়ায় প্রতিদিন ভর্তি রোগীদের রাতে একবার দেখে আসেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান। গোসাইরহাটের মানুষের এখন চিকিৎসার জন্য একমাত্র ভরসাই এখন ডা. হাফিজুর রহমান। 
 
কয়েক রোগীর স্বজন অভিযোগ করে বলেন,
২৪ ঘণ্টার মধ্যে একবার চিকিৎসক আসেন রোগী দেখতে। চিকিৎসক বেশি থাকলে আমাদের সুবিধা হতো। তাই বাধ্য হয়েই প্রাইভেটে দেখাতে হচ্ছে। 
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান মিঞা বলেন, চিকিৎসক না থাকায় একাই আমাকে ২৪ ঘন্টা এসব রোগীর চাপ নিতে হচ্ছে। একজনের পক্ষের এত রোগীর চাপ সামলানো সম্ভব নয়। আমি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। সর্বশেষ সিভিল সার্জন ৩ জন চিকিৎসক পাঠানোর ব্যবস্থা গ্রহন করলেও কেউ এখানে এসে যোগদান করেনি।
 
শরীয়তপুরের সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন বলেন, ৩ জন পাঠানোর জন্য অর্ডার হয়েছে। আর হাসপাতাল দালালমুক্ত রাখতে আপনারা অভিযোগ করেন, আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

Rp / Rp

সন্যাসীরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডামুড্যায় নুরুদ্দিন অপুকে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিলো আ. লীগের অর্ধশত নেতাকর্মী

মনোনয়ন পরিবর্তনে শিবচরে বিএনপি একাংশের ক্ষোভ, মশাল মিছিল

ফ্যাসিবাদের রানী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অভিশাপ-মোড়েলগঞ্জে শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটে বিএনপির কোরআন খতম, দোয়া মাহফিল

বাগেরহাটে রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত

স্থগিত হওয়া মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনয়ন পেলেন নাদিরা মিঠু

গণতন্ত্র ও ঐক্যের প্রতীক ধানের শীষ : নুরুদ্দিন অপু

নড়াইল -২ আসনে ধানের শীষ পেলেন মোঃ মনিরুল ইসলাম 

মাদারীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সেমিনার অনুষ্ঠিত

বাগেরহাটে আগুনে পুড়ে ভস্মীভূত ফার্নিচারের দোকান, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শিবচরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত